নিউজ ডেস্ক: মুখ্যসচিব সরকারি বাংলোয় থাকেন। আবার বাড়িভাড়া বাবদ ভাতাও নেন। নবান্ন সূত্রে নাকি একথাই জানতে পেরেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর তাই মঙ্গলবার সকালে হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি পাঠিয়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। চিঠির শেষে শুভেন্দু লেখেন, সরকারি কর্মচারিরা যখন মহার্ঘ ভাতা পাচ্ছেন না, তখন এই বে-আইনি কাজ করতে নৈতিকতায় বাধছে না।
হরিকৃষ্ণ দ্বিবেদীকে দেওয়া চিঠিতে শুভেন্দু লিখেছেন, নিউটাউনে আপনার একটি ৫৯২০ স্কোয়ারফিটের ফ্ল্যাট রয়েছে। ওই ফ্ল্যাট থেকে আপনি বছরে ১৫ লক্ষ ৮৪ হাজার টাকা ভাড়া পান। যা হিংসা করার মতো। কারণ, বাজার দরের ১৬ শতাংশ হারে কেউ ভাড়া পায়
না। বড় জোর ৬ শতাংশ পাওয়া যায়। তা ছাড়া নিউটাউনের ইউনিওয়ার্ল্ড সিটিতেও আপনার একটি ২২০৪ স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। তার বার্ষিক ভাড়া ৪.৮ লক্ষ টাকা।
এরপরেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, রাজ্যের বিরোধী দল নেতা বলতে চেযেছেন, কলকাতার কাছে মুখ্যসচিবের দুটো ফ্ল্যাট থাকার পরেও তিনি সরকারি বাংলোয় থাকেন। এরপরেই হরিকৃষ্ণ দ্বিবেদীর উদ্দেশ্য করে তিনি জানতে চান, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে মোট ১৬.৪ লক্ষ টাকা তিনি ঘরভাড়া বাবদ ভাতা হিসাবে নিয়েছেন? এছাড়াও শুভেন্দু দাবি করেছেন, বালিগঞ্জ সার্কুলার রোডের একটি ফ্ল্যাটে ঘর আটকে রেখেছেন মুখ্যসচিব। এর সত্যতাও জানতে চেয়েছেন শুভেন্দু।
এখানেই থেমে থাকেননি শুভেন্দু। এরপরেই তিনি হুঁসিয়ারি দিয়ে বলেছেন, মুখ্যসচিবকে লেখা চিঠির জবাব না পেলে তিনি ধরে নেবেন, সব অভিযোগই সত্যি। এবং সেক্ষেত্রে তিনি আইন মোতাবেক ব্যবস্থা নেবেন।
Leave a Reply