পূর্ণেন্দু ব্যানার্জি– ভারতের অন্যতম মহাকাব্য অখণ্ড রামায়ণ পড়েছেন হয়তো অনেক কম লোক। কিন্তু এই মহাকাব্যের নাম শোনেননি এমন মানুষ ভূ ভারতে নেই বললেই চলে। আর এই মহাকাব্য মানেই, বিখ্যাত কয়েকটি চরিত্রকে ভুলে যাওয়ার নয়, তার মধ্যে অন্যতম হনুমান। আর রেমসেতুর অন্যতম স্থান ধনুষকোটি, নামটি হয়তো এখনও অনেকের কাছে অজানা। শ্রীরামচন্দ্র ভক্ত হনুমান। ভারতের যতগুলি ধারার…