তালিবান শাসনে ফিরবে কি মালালার স্মৃতি?

নিউজ ডেস্ক : ফিরছে তালিবানি অত্যাচার। আফগানিস্তানে কমছে নারীদের স্বাধীনতা। এবার কোপ পড়েছে শিক্ষাক্ষেত্রেও। নিষিদ্ধ হয়েছে নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া। তালিবান সরকারের এই সিদ্ধান্তের পর নিন্দার ঝড় উঠেছে সারা বিশ্বে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যে পথে এগোচ্ছে তালিবানরা, তাতে মালালা ইউসুফজাই কান্ডের পুনরাবৃত্তি হলেও আশ্চর্যের বিষয় হবে না।

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশোনার ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘তালিবানের এই নিষেধাজ্ঞা উদ্বেগের বিষয়। আমরা নারী শিক্ষাকে সমর্থন করি। ভারত, আফগানিস্তানের সকলের এবং বিশেষ করে মহিলাদের মানবাধিকার সুরক্ষার দৃঢ় সমর্থক।’ অন্যদিকে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তালিবানের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে নিন্দা করে জানিয়েছেন, উগ্র ইসলামী শাসনের পরিণতি ভোগ করতে হবে তাঁদের।

গত বছরের অগস্টে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকেই আশঙ্কা করা হয়েছিল, মেয়েদের শিক্ষা ও তাদের স্বাধীনতা কেড়ে নিতে পারে তাঁরা। যদিও তালিবানরা জানিয়েছিলেন, নারীদের শিক্ষার সুযোগ দেওয়া হবে। কিন্তু কোনো প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, বরং সময়ের সঙ্গে উল্টো পথে হেঁটেছে তালিবানরা। ধীরে ধীরে বাস্তবে পরিণত হয়েছে আশঙ্কা।