ইউ এন লাইভ নিউজ: ভোটষষ্ঠীর সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। অশান্তির খবর পাওয়া মাত্রই ছুটে যাচ্ছেন প্রার্থীরা। ভোটপর্বের শুরুতেই তৃণমূল কংগ্রেসের দুই এজেন্টকে অপহরণ করার দাবি করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। এবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে ইভিএম ঘিরে ছাপ্পা দেওয়ার অভিযোগ তুললেন এই লোকভার তৃণমূল- কংগ্রেস প্রার্থী।
সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তমলুকের টিএমসি প্রার্থী বলেন, সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি ইভিএমের সামনে ভিড় করে রয়েছেন। একজন ব্যক্তি পরপর বোতাম টিপে যাচ্ছেন। ভিডিওটিতে কয়েকজন মহিলাকেও পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ইউ এন লাইভ নিউজ। দেবাংশু ওই ভিডিও র ক্যাপশনে লেখেন, “নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের ২৭৯ নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা দিচ্ছে বিজেপি! শুভেন্দু বাবু, লজ্জা করুন একটু।” বস্তুত নন্দীগ্রামেরই বিধায়ক শুভেন্দু অধিকারীকে বিঁধে এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।
এই ভিডিওর তথ্য কানে আসতেই মাঠে নামে নির্বাচন কমিশন। তৃণমূল প্রার্থীর অভিযোগ খারিজ করে মুখ্য নির্বাচনী আধিকারিকেই সিইও আরিজ আফতাব জানান, ”ওই বুথে সেই সময় ভিভিপ্যাট মেশিনে কিছু গন্ডগোল দেখা গিয়েছিল। সেটাই ঠিক করা হচ্ছিল। ছাপ্পা ভোটের কিছু ঘটেনি। তিনি আরও জানান,চবিশ্বের ভোটে ওয়েব কাস্টিং-র ওপর জোর দিয়েছে কমিশন তার ভিত্তিতেই ভিডিও-র সত্যতা যাচাইকরণের কাজ সঠিকভাবে হয়েছে।”
এদিন ভোট শুরু হওয়ার পর থেকেই বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে তমলুকে। সাত সকালে ভোট পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ‘গো ব্যাক’ স্লোগানও দেন তৃণমূল কর্মীরা এমনও অভিযোগ এসেছে। পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তাঁদের তাড়া করেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর পরেই মেজাজ হারান বিজেপি প্রার্থী। প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে।”
Leave a Reply