প্রায় ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নিয়েছিল পর্ষদ, স্বীকার মানিক ঘনিষ্ঠ তাপসের

নিউজ ডেস্ক: পাঁচ বছরে ৪১ হাজার ছাত্র-ছাত্রীর কাছ থেকে প্রায় ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি আধিকারিকদের হাতে সেই টাকার হিসেব তুলে দিলেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ইডির জেরার মুখে স্বীকার করেছেন, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৪১ হাজার ছাত্র-ছাত্রীর কাছ থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে।

টেটের জন্য ডিএলএড প্রশিক্ষণ নিতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য ৩০০ টাকা নির্ধারিত ছিল। কিন্তু যাঁরা অফ লাইনে ভর্তি হতেন তাঁদের কাছ তেকে ৫০০০ টাকা করে নেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেক পড়ুয়া পিছু ৪ হাজার ৭০০ টাকা করে বেশি নেওয়া হয়েছে। যা ভর্তি মূল্যের প্রায় ১৬ গুন।

আরও পড়ুন: বিজেপির বিক্ষোভ: কলকাতা পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার সজল-অগ্নিমিত্রা সহ একাধিক

বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দিতে গিয়ে তাপস জানান, পর্ষদের সভাপতি ছিলেন উনি (মানিক ভট্টচার্য) স্বাভাবিক ভাবে উনিই সব সিদ্ধান্ত নিয়েছেন। অনিয়ম হয়েছে কি না বোর্ড বলতে পারবে। ইডি জানিয়েছিল, প্রশিক্ষণ নিতে ইচ্ছুক যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন করাতে পারতেন না, তাঁদের নামই অফলাইনে নথিভুক্ত করার ব্যবস্থা করে দিতেন মানিক। বিনিময়ে মাথাপিছু ৫ হাজার টাকা করে নেওয়া হত। রাজ্যের প্রায় ৬০০ ডিএলএড কলেজ থেকে আনুমানিক ২০ কোটি টাকা তোলা হয়েছিল বলে মনে করছে ইডি।