সিবিআইয়ের সমন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে নিজামপ্যালেসে তাপস সাহা

নিউজ ডেস্ক: দুর্নীতি মামলায় সিবিআইয়ের সমন পাওয়ার কয়েকঘণ্টার মধ্যেই দফতরে গিয়ে হাজিরা দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা।  তদন্তে অসহযোগিতার অভিযোগ এড়াতেই তিনি তড়িঘড়ি সিবিআই দপ্তরে হাজির হলেন বলে মনে করা হচ্ছে। 

সূত্রের খবর, তদন্তকারীদের স্ক্যানারে আসলে তাপস সাহার আপ্তসহায়ক প্রবীর কয়াল। তাঁর বাড়ি থেকে দুর্নীতি প্রমাণ স্বরূপ বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। আর তাই তাঁর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতেই বিধায়ককে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে।

গত সপ্তাহে নদিয়ার তেহট্টের কড়ুগাছি এলাকায় বিধায়কের বাড়ি, অফিস ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে টানা ১৫ ঘণ্টা করে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।  প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে। তাতে একাধিক দফতরে নিয়োগ দুর্নীতির প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআইয়ের। তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়ি থেকেও বেশ কিছু জরুরি  প্রমাণ পাওয়া গিয়েছে। এছাড়া বিধায়ক ঘনিষ্ঠ অন্যান্য নেতানেত্রীর বাড়িতেও চলে তল্লাশি।