নিউজ ডেস্ক: ‘মহারাজা’র পর এবার ‘বাদল’। ব্যবসা বাড়াতে আরও আগ্রাসী টাটা গ্রুপ। এবার বিসলেরি ইন্টারন্যাশনাল সংস্থাকে এবার কিনে ফেলতে চলেছে টাটা কনজিউমার। সূত্রের খবর, প্রায় ৭ হাজার কোটি টাকা দিয়ে বিসলেরি সংস্থাকে কিনে নিতে চলেছে টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। চেয়ারম্যান রমেশ চৌহান জানান, ৭ হাজার কোটি টাকা দিয়ে বিসলেরিকে কিনে নিতে চলেছে টাটা। যদিও, টাটা বা বিসলেরি সংস্থার তরফে পাকাপাকিভাবে কিছু জানানো হয়নি।
টাটা গ্রুপের অধীনেই থাকা টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড বর্তমানে বিক্রি করে ‘হিমালয়ান’ নামে প্যাকেটজাত জল। টাটা গ্লুকো এবং টাটা কপার প্লাস ওয়াটার বিক্রি হয় টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের তরফে। এবার সেই টাটার অধীনেই আসতে চলেছে বিসলেরি।
টাটা ও বিসলেরির মধ্যে যদি এই চুক্তি চূড়ান্ত হয়ে যায়, তবে একদিকে যেমন টাটা গ্রুপ পণ্যের বাজারে নিজেদের জায়গা আরও বেশি শক্তিশালী করে ফেলবে, ঠিক তেমনই টাটা ব্রান্ডের নাম যুক্ত হলে, পানীয় জলের বাজারেও বিসলেরি বিশেষ ‘মাইলেজ’ পাবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট অনুযায়ী, ২০২১ অর্থবর্ষে বিসলেরির বাজারমূল্য ২.৪৩ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১৯ হাজার ৩১৫ কোটি টাকা।
বর্তমানে সকলেই স্বাস্থ্য সচেতন। সাধারণ কলের জলের তুলনায় অনেকেই প্যাকেটজাত বা বোতলে প্যাক করা জল পান করতে বেশি পছন্দ করেন, কারণ তা তুলনামূলকভাবে অনেক বেশি পরিশুদ্ধ। বিগত কয়েক বছরে প্যাকেটজাত জলের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায়, একাধিক সংস্থাই জলের ব্যবসায় নামছে। যেমন কোলাকোলা ইন্ডিয়ার অধীনে রয়েছে ‘কিনলে’, পার্লে অ্যাগ্রোর অধীনে রয়েছে ‘বেইলি’, ভারতীয় রেলওয়ের আইআরসিটিসি-র অধীনে রয়েছে ‘রেল নীর’। তবে এখনও পর্যন্ত বাজারের এক নম্বরে রয়েছে বিসলেরি।