সিপিআইএমের সুবিধার্থে তৃনমূলের বিরুদ্ধে টাটার বিজ্ঞাপন, ফের সরব মমতা

নিউজ ডেস্ক : সিঙ্গুর নিয়ে সিপিআইএমের বিরুদ্ধে মমতার মন্তব্যের পর থেকেই তুমুল সমালোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধীদের আক্রমনের মুখে পড়েও দমতে নারাজ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ফের সিপিআইএমের বিরুদ্ধে খড়গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমকে ‘কৃষক-বিরোধী’ বলে উল্লেখ করে, মমতার অভিযোগ, ‘সিপিআইএম জোর করে কৃষকদের জমি কেড়েছে, মানুষ মেরেছে। তাপসী মালিকের মতো মেয়েকে পুড়িয়ে মেরেছে। কৃষকদের পুড়িয়ে মেরেছে।’

বুধবার উত্তরবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়েছে সিপিআইএম। এরপরই বৃহস্পতিবার ফের মধ্য কলকাতার কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে, সিপিআইএম শিল্প করতে জানেনা বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, খড়্গপুর ঘুরে আসুন। আইটি সেক্টর ঘুরে আসুন। শিল্প করতে জানতে হয়। ৩৪ বছর তো সরকারে ছিলে। কী করেছ? গত ১১ বছরে বাংলায় যে কাজ হয়েছে, তা দেখে লুচির মতো ফুলছ। তোমরা ফানুসের মতো ফুলবে, ফানুসের মতো উড়বে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি কাল একটা কথা বলেছিলাম। সেটা নিয়ে বিজেপি, সিপিআইএম নানা কথা বলছে। আরে টাটারা তো বিধানসভার আগে আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল। যাতে সিপিআইএম সরকারের লাভ হয়। আমরা কোনও দিন কিছু বলিনি। আমরা বলেছিলাম, যেখানে জমি আছে তোমরা নাও। বিকল্প জমি নাও। জোর করে কৃষকদের জমি, দু’ফসলি, তিন ফসলি জমি নেওয়া যাবে না। আমাদের আইনটাই আজ সারা ভারতের আইন হিসাবে গৃহীত হয়েছে।

আরও পড়ুন: বাজির পরিবর্তে মিষ্টির জন্য টাকা খরচ করুন, পরামর্শ বিচারপতির