ইউ এন লাইভ নিউজ: টানা চার দিনের বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় এবং সমতলের একাংশ। সিকিম আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কথা। আর এই বৃষ্টির কারণেই কালিম্পঙ সহ দার্জিলিঙের একাধিক জায়গায় নেমেছে ধস। অবিরাম বৃষ্টি চলছে বৃহস্পতিবার থেকে কখনো বৃষ্টির পারদ কমছে তো কখনো আবার বাড়ছে। তার মধ্যেই তিস্তায় নতুন করে জলস্ফীতি ঘটায় তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন। বিপদ এড়াতে নজরদারি শুরু হয়েছে কয়েকটি এলাকায়।
সেলফিদারা, ২৮ মাইল, শ্বেতিঝোরায় ধসের জন্য সতর্কতা জারি করা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কে। তিস্তাবাজার, সেবক, বাসুসুবা, গজলডোবা-সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার সকালে নতুন করে ধস নামে দার্জিলিঙের মিরিক, ঘুম, সুখিয়া পোখরি রোডে। যার ফলে একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। ধস নেমেছে লোয়ার সিটংয়ের ডায়েরি গাঁওয়ে। এ ছাড়াও ধসের কবলে দুধিয়া, পানিঘাটা রোডও। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধস সরানোর কাজ। একাধিক রাস্তায় গাড়িও চলাচল করতে পারছে।
অন্য দিকে, কালিম্পং জেলার সিংথাম-রংপো রোডের ২০ মাইলে পাহাড় থেকে বোল্ডার নেমে আসায় সেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই পরিস্থিতি বিরিক ধারায়। পাহাড় থেকে বড় আকৃতির বোল্ডার নেমে আসার ফলে সেই রাস্তাও বন্ধ রেখেছে জেলা প্রশাসন।
Leave a Reply