Flood

Flood Situation in North Sikkim: উত্তরবঙ্গে তিস্তার জল বিপদসীমা ছুঁইছুঁই! উত্তর সিকিমে এখনও আটক ১২০০ পর্যটক

ইউ এন লাইভ নিউজ: উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তিস্তার জল বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। শুক্রবার রাতেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত হয়েছে, যা তিস্তার ভয়াবহতাকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, তিস্তায় জলস্তর দ্রুত বাড়ছে, এমতাবস্থায় উদ্বেগের কারণ আরও জোড়ালো হয়েছে। তিস্তার নিম্ন অববাহিকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জলস্তর নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকালে গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে প্রায় ১১০০ কিউসেক জল ছাড়া হয়েছে এবং ব্যারেজের ছয়টি লকগেট খোলা রাখা হয়েছে।
অন্যদিকে, উত্তর সিকিমে দুর্যোগের মেঘ এখনও কাটেনি। সিকিম আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাতে উত্তর সিকিমে প্রায় ২ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আগামী তিন-চার দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে উত্তর সিকিমের বিভিন্ন স্থানে নতুন করে ছোট-বড় ধস নেমেছে। এতে বহু পর্যটক আটকে পড়েছেন। পরিস্থিতি এমন যে, পর্যটনের জন্য বিখ্যাত লাচুংয়ের সঙ্গে গোটা রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, টেলিফোন যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। রাজ্য সরকার জানিয়েছে, সিকিমে এখনও ১২০০ পর্যটক আটকে রয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গের এবং ১৫ জন বিদেশি।
এই পরিস্থিতিতে পর্যটকদের উদ্ধারে তৎপর হয়েছে প্রশাসন। তবে তিস্তায় সেতু তলিয়ে যাওয়ার কারণে পর্যটকদের উদ্ধার আরও কঠিন হয়ে পড়েছে। ভারতীয় বায়ুসেনার সাহায্য চাওয়া হয়েছে, কিন্তু সিকিমের বর্তমান আবহাওয়া পরিস্থিতির কারণে হেলিকপ্টার ব্যবহারেও সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপদে হোটেল এবং হোমস্টেতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে। সেনাবাহিনী ধস সরিয়ে রাস্তা তৈরির কাজে সহায়তা করছে এবং টেলিফোন যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার সিকিমে আটকে পড়া পর্যটকদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। কালিম্পঙের জেলাশাসকের বিজ্ঞপ্তিতে রংপোতে পর্যটকদের উদ্ধার তদারকির জন্য একটি হেল্পডেস্কের দুটি যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে: রবি বিশ্বকর্মা (৮৭৬৮০৯৫৮৮১) এবং পুষ্পজিৎ বর্মণ (৯০৫১৪৯৯০৯৬)।

About Anannya Chakraborty

Check Also

BCCI

BCCI: গম্ভীর নয়! ভারতীয় দলের কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা যাবে ভিভিএস?

ইউ এন লাইভ নিউজ: একইসঙ্গে দু’জন হেড কোচ? বিসিসিআই তাদের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নানাবিধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *