মঙ্গলবারের তাপমাত্রায় আরও পতন, শীতের স্থায়ী ইনিংস শুরু?

নিউজ ডেস্ক: মঙ্গলবার তাপমাত্রা কমবে আরও কিছুটা। কলকাতায়, সকাল থেকেই অনুভব করা যাচ্ছে শীতের আমেজ। যদিও বেলা বাড়তে, বাড়ছে গরম। চোখ রাঙাচ্ছে রোদও। তবুও, এদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, সোমবারের চেয়েও কিছুটা কম থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সোমবার ছিল রেকর্ড পারদ পতনের দিন। শীতলতম দিন হিসেবেও সোমবারকে ঘোষণা করা হয়েছিল। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার এই ওঠানামা জানান দিচ্ছে, কনকনে ঠান্ডা পড়তে দেরি নেই একদমই।

আরও পড়ুন: পাইকারি জিনিসের দাম কমেছে, তার সুফল রাজ্যের মানুষকে দিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

সোমবার কলকাতায় সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান থাকবে ৬১ শতাংশ। মঙ্গলবার কলকাতায় একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বরং সারাদিন স্বচ্ছ, মেঘমুক্ত আকাশ দেখা যাবে বলেই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

আরও পড়ুন: ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করার আর্জি সব্যসাচীর, চিন্তায় সতীর্থরা

শীত একেবারে কলকাতার দোরগোড়ায়। তাপমাত্রা কমছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও। হাওয়া অফিস সূত্রে খবর পাওয়া গেছিল, শীতের উত্তুরে হাওয়া বাধা পাচ্ছিল তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে। কিন্তু ওই ঝঞ্ঝা কেটে যাওয়ায়, প্রবেশ করতে শুরু করেছে উত্তুরে হাওয়া। যার ফলে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ- উভয় ক্ষেত্রে ক্রমশই হতে থাকবে পারদ পতন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সিকিমে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।