নিউজ ডেস্ক: প্রথমিকে প্রশ্নের মুখে ২৫ হাজার চাকরি। শুক্রবার ইন্টারভিউয়ারদের বয়ানের নথি প্রকাশ করে মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, ২৫ জন ইন্টারভিউয়ার স্বীকার করেছেন, সঠিক পদ্ধতিতে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। অনেক পরীক্ষার্থীর এমন কোনও পরীক্ষাই নেওয়া হয়নি। ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টের নামে শুধু প্রার্থীর নাম, বাবর নাম, ঠিকানা জিজ্ঞাসা করেই ছেড়ে দেওয়া হয়েছিল।
সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৪০ জন ইন্টারভিউয়ারকে ডেকে পাঠান। তাঁর মধ্যে ৩০ জন এসে দেখা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে। ওই ৩০ জনকে বন্ধ ঘরে জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাওড়া জেলার ১০ জন ইন্টারভিউয়ার আসেননি। হাইকোর্ট সূত্রে খবর, ৩০ জনের মধ্যে ২৫ জনই বিচারপতিকে জানিয়েছেন, তাঁরা কোনও অ্যাপটিটিউট টেস্ট নেননি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, যে ৪২৫০০ জনকে নিয়োগ করা হয়েছিল তার মধ্যে ২৫ হাজার জনের নিয়োগেই দুর্নীতি হয়েছে। যাঁরা কম নম্বর পেয়েছিলেন অ্যাপটিটিউট টেস্টে তাঁদের নম্বর ইচ্ছেমতো বাড়িয়ে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে।
Leave a Reply