নিউজ ডস্ক: এবার ইডির নজরে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের জামাই ও ভাই। বৃহস্পতিবার মানিককে আদালতে পেশ করা হয়। তখন ইডির আইনজীবী দাবি করেন, তৃণমূল বিধায়কের জামাই ও ভাইয়ের অ্যাকাউন্টে টাকার লেনদেন হয়েছে। এর পাশাপাশি ইডি দাবি করেছে, মানিক ও তাঁর ছেলে শৌভিকের যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে সেটিও চালান মানিক নিজেই।
ইডি সূত্রে খবর, টেট মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের পর থেকেই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে একাধিক তথ্য পেয়েছে তদন্তকারী। এর আগেও এক মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পায়। ওই অ্যাকাউন্টে ২০১৯ সাল পর্যন্ত কেওয়াইসি-র তথ্য আপডেট করা হয়েছে। অথচ ওই অ্যাকাউন্টের যুগ্ম ধারক ২০১৬ সালেই মারা যায়। সেই তথ্য জানানো হয়নি। যদিও এই সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে মানিকের আইনজীবী। তিনি জানিয়েছিলেন যে, ১৯৮১ সাল থেকেই ওই অ্যাকাউন্ট রয়েছে এবং অ্যাকাউন্টের ধারক হিসাবে থাকা দ্বিতীয় ব্যক্তি আসলে সম্পর্কে মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্যের পিসেমশাই।
আরও পড়ুন: নদিয়ার প্রশাসনিক বৈঠকে এনআইএ নিয়ে বিস্ফোরক মমতা
ইডির আইনজীবী অবশ্য মানিকের আইনজীবীর ওই যুক্তি খারিজ করে দিয়্ছে। তারা আদালতকে বলে, ২০১৬ সালে ওই ব্যক্তি মারা যান। কিন্তু তার পরও তিন বছর ধরে নিয়মিত কেওয়াইসি আপডেট করানো হয়েছে অ্যাকাউন্টটির। প্যান কার্ডের নম্বরও দেওয়া হয়েছে। অথচ মানিকের স্ত্রীর ‘আত্মীয়ের’ মৃত্যুর খবর জানানো হয়নি ব্যাঙ্ককে।
Leave a Reply