নিউজ ডেস্ক: মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে রবিবার ফের তলব করল ইডি। এর আগে সল্টলেকের মহিষবাথানে তাঁর কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার ইডির নজরে অনলাইন ক্লাস। সেই অনলাইন ক্লাসের নথি নিয়ে তাপসকে ডেকে পাঠিয়েছিল ইডি। এদিন দুপুরেই তাপস সমস্ত নথি নিয়ে ইডির দফতরে হাজির হয়েছেন বলে জানতে পারা গেছে। ইডি সূত্রের পাওয়া খবর অনুযায়ী, এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইডি সূত্রের খবর, অন লাইন ক্লাসের টাকা নয়-ছয়ের অভিযোগে তাঁকে তলব করা হয়েছে। বিভিন্ন শিক্ষা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তাপস। করোনা পরিস্থিতিতে ৪০ হাজার ছাত্র-ছাত্রীর জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করে এবিটিএ। প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে নেয়। টলিগঞ্জের এক সংস্থাকে অনলাইন ক্লাস পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। টলিগঞ্জের ওই সংস্থার সঙ্গে প্রায় ২ কোটি টাকার চুক্তি হয়েছিল বলে জানিয়েছে ইডি।
আরও পড়ুন: ভুত চতুর্দশীতে ১৪ শাক, ১৪ প্রদীপ কেন জানেন?
সেই ২ কোটি টাকা কোথায় গেল, কাকেই বা পাঠানো হল? মানিক বা তাঁর ঘনিষ্ঠ কারো কাছে এই টাকা গেছে কিনা তা জানতেই এদিন তাপসকে তলব করেছে ইডি। এদিন তাপস দাবি করেছেন, অনলাইন ক্লাসের সঙ্গে মানিক বা তাঁর ছেলের কোনও সম্পর্ক নেই। যে সংস্থাকে অনলাইন ক্লাস পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সংস্থাই মহিষবাথানের ‘মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফার’-এর দফতরে একটি স্টুডিয়ো তৈরি করেছিল। ইডি আধিকারিকরা সেই দফতরে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে।
Leave a Reply