Kolkata Metro: অপেক্ষায় কর্তৃপক্ষ, ছাড়পত্র পেলেই চাকা গড়াবে মেট্রোর

নিউজ ডেস্ক : জিএম-এর বার্তা অনুযায়ী কালীপুজোর সময় মেট্রো পরিষেবা চালু করার কথা ছিল। তবে তা এখনও সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এই বছরই নিউ গড়িয়া-রুবি ও জোকা-তারাতলা মেট্রো চালু করার কথা ভাবছেন কর্তৃপক্ষরা। এরই মধ্যে মেট্রোর তরফ থেকে কেন্দ্রের সিআরএসের ছাড়পত্রের জন্য আবেদন জানিয়েছেন তাঁরা। এখন শুধু অনুমতির অপেক্ষা।

এমনিতে প্রায় রোজই ট্রায়াল রান চলছে। এইবার নেই সিগন্যাল পরীক্ষার প্রয়োজন। সেই কারণেই বিশেষজ্ঞদের পরীক্ষা নিরীক্ষার পর খুব সহজেই মিলবে ছাড়পত্র, আশা করছেন মেট্রোর কর্মকর্তারা। ওয়ান লাইন ওয়ান মেট্রো সার্ভিসে একটি ট্রেনই যাতায়াত করবে দিনভর। শীঘ্রই দুই লাইনে যাত্রী পরিষেবা শুরু হওয়ার কথা আছে। কাজ এগোচ্ছে খুব দ্রুত।

জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। জোকা থেকে তারাতলা। সাড়ে ছয় কিলোমিটার দূরে এই মেট্রো স্টেশনগুলি। এতে রয়েছে মোট ছয়টি স্টেশন। আপাতত ‘ওয়ান ট্রেন সার্ভিস’ শুরু হবে এই লাইনে।সাধারণত এই পদ যেতে সময় লাগার কথা মোটা মুক্তি ১৮-১৯ মিনিট।

আরও পড়ুন : ২ নভেম্বর রাজ্যে সর্বদল বৈঠক, ঘোষণা নির্বাচন কমিশনের

এছাড়াও কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অর্থাৎ রুবি এলাকা। মানে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার এই যাত্রাপথে থাকছে পাঁচটি স্টেশন। কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়। সেই মতোই জোরকদমে প্রস্তুতি চলছে। তবে ভবিষতে মেট্রোর সংখ্যা বাড়ান হবে বলে জানিয়েছেন মেট্রোর তরফ থেকে।

আরও পড়ুন : পঞ্চায়েত ভোটের আগেই নতুন দুটি প্রকল্প ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে