ইউ এন লাইভ নিউজ: বিজেপি নিজেদের কর্মীকেই খুন করবে ভোটে জেতার জন্য। ঘাটালে এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী অভিনেতা দেব। তাঁর এই মন্তব্যের পরে নাকি বিজেপি কর্মীরা বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছেন। এই নিয়ে ঘাটালে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী বা দেবের এই মন্তব্যের পর থেকেই নাকি ভয়ে কাঁটা হয়ে রয়েছেন এলাকার বিজেপি কর্মীরা।
এমন ভয়ের পরিস্থিতি তৈরি করেছেন দেব যাতে বিজেপি কর্মীরা বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন। দেবের এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল ঘাটালে। অভিনেতা দেব ঘাটালে প্রচারে গিয়ে বলেছিলেন আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে বিজেপি তাঁদের দলীয় কর্মীকেই খুন করবে। কেশপুরে নাকি বিজেপি এমনই পরিকল্পনা করে রেখেছে। তাঁর কাছে এই নিয়ে খবর রয়েছে। নিজেদের লোককে খুন করে ভোটের আগে অশান্তি তৈরি করে জেতার চেষ্টা করবে বিজেপি। সেই পরিকল্পনা তারা করেছে।
দেবের এই মন্তব্য রাজনৈতিক পরিকল্পনাই করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি। যাতে বিজেপি কর্মীদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় সেকারণেই এই সব বলছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। তবে এই নিয়ে দেব এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। আগামী ২৫ মে ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ বিজেপির তারকা প্রার্থী অভিনেতা হিরণ। প্রার্থী হওয়ার পর থেকে ঘাটালে মাটি কামড়ে পড়ে রয়েছেন হিরণ। প্রায়ই একাধিক জায়গায় বিতর্কিত মন্তব্য করতে শোনা যাচ্ছে তাঁকে। কয়েকদিন আগেই তিনি প্রচারে গিয়ে রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছিলেন, ভোট লুঠ করতে হলে পা ভেঙে দেবেন তৃণমূল কর্মীদের। কাউকে রেয়াত করা হবে না।
এর আগেও হিরণ বিডও অফিসে গিয়েও হুমকি দিয়েছেন বিডিওকে। কেউ ভোট লুঠ করতে এলে তাঁদের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন। হিরণের বিরুদ্ধেও কমিশনে নালিশ করা হয়েছে। এমনকী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেব কয়লা পাচারের টাকা দিয়ে সিনমা করেছেন বলে দাবি করেছিলেন হিরণ। প্রসঙ্গত উল্লেখ্য কয়লা পাচার কাণ্ডে একাধিকবার দেবকে তলব করে জেরা করেছে ইডি।
Leave a Reply