Calcutta High Court

Kolkata High Court: মুখ্যমন্ত্রীসহ আরও তিনজনকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, পরবর্তী শুনানি ১৪ আগস্ট

ইউ এন লাইভ নিউজ: মুখ্যমন্ত্রীসহ আরও তিনজনকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, দুই বিধায়ক রেয়াত হোসেন ও সায়ন্তিকা বন্দোপাধ্যায় এবং তৃণমূল নেতা কুনাল ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অসত্য ও অসম্মানজনক মন্তব্য করার বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা হাই কোর্টে যে মামলা করেছিল ,তার রায় দিতে গিয়ে বিচারপতি কৃষ্ণ রাও জানান রাজ্যপালের বিরুদ্ধে কোনো অসম্মান জনক এবং অসত্য কথা বলা যাবে না। মঙ্গলবার অর্থাৎ ১৬ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রায় এই নির্দেশ দিয়েছেন।

রাজ্যপালের অভিযোগ অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্যে তাঁর মানহানি হয়েছে। এর আগে সোমবার এই মামলার শুনানিতে রাজ্যপালের আইনজীবী বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যপাল সম্পর্কে যে মন্তব্য করেছেন তা মানহানিকর ও বিদ্বেষমূলক। যদিও এর পরেই মুখ্যমন্ত্রীর আইনজীবী বলেন, রাজভবনের মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। সেজন্যই এটা মানহানিকর নয়। মন্তব্য সবার স্বার্থেই। যেহেতু এই মামলার রায়দান হয়নি তাই আগামী ১৪ আগস্ট পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছে আদালত।