নিউজ ডেস্ক: আসানসোলে এত গরম কেন? কেন্দ্র মেঘ পাঠাচ্ছে না বলে আসানসোলে গরম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সম্মান জানাতে গিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ করেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার।
দুদিনের বঙ্গ সফরে শুক্রবারই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বীরভূমের শিউড়িতে তাঁর একটি জনসবা রয়েছে। বায়ুসেনার বিশেষ বিমানে করে তিনি অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে নামেন। অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এসএস আলুওয়ালিয়া, লকেট চ্যাটার্জি প্রমুখ। বিমানবন্দরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া দিয়ে সন্মান জ্ঞাপন করেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এরপর বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে রওনা দেন বীরভূমের সিউড়ির উদ্দেশ্যে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই শহর ঘিরে অন্ডালে নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। বেশ কিছু জায়গায় মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শাসক দলকে কটাক্ষ করে বলেন, বাম আমলেও সব সময় কেন্দ্রের বঞ্চনা দেখত। বর্তমান সরকারও ঠিক তাই দেখছেন। এবার হয়ত শাসক দল বলবে, আসানসোলে এত গরম কেন? কেন্দ্র মেঘ পাঠাচ্ছে না বলেই আসানসোলে গরম”।
Leave a Reply