Mamata Banerjee: স্পেনের রাজধানীতে পা রাখলেন মুখ্যমন্ত্রী

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: দুবাই থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় অনুযায়ী বিকেল পাঁচটায় তার বিমান পা রাখে মাদ্রিদ শহরে। আজকে মুখ্যমন্ত্রীর কোন কর্মসূচি নেই কিন্তু আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তার কর্মসূচির শুরু। তার সঙ্গে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী। অন্যদিকে ফুটবল জগতের তিনটি দলের অর্থাৎ মহামেডান স্পোটিং মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মুখপাত্র উপস্থিত থাকবে এই কর্মসূচিতে।

বৈঠকে যোগ দিতেই লন্ডন থেকে মাদ্রিদ আসছেন সৌরভ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাওয়া প্রতিনিধি দলে রয়েছেন মোহনবাগানের দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের রূপক সাহা এবং মহামেডানের ইশতিয়াক আহমেদ। ‘লা লিগা’র প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার তিন প্রধান দলের ওই তিন কর্তাও। বৈঠকে বাংলার ফুটবলের উন্নতিকল্পে ‘লা লিগা’র সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হতে পারে।

আগামী রবিবার অর্থাৎ ১৭ ই সেপ্টেম্বর দুপুরে মাদ্রিদ থেকে ট্রেনে মমতা যাবেন বার্সেলোনায়। বিকেলে সেখানে পৌঁছে সন্ধ্যায় মুখ্যমন্ত্রী স্থানীয় বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন। সোমবার দুপুরে বার্সেলোনায় রয়েছে শিল্পবৈঠক। সেখানে স্পেনীয় শিল্পপতিদের সঙ্গেও বাংলার শিল্পপতিদের পৃথক বৈঠক হবে। মঙ্গলবার বেলা ১২টা থেকে তিন ঘণ্টা বার্সেলোনায় একটি শিল্পবৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে যোগ দেবেন বাংলার শিল্পপতিরাও। আগামী বুধবার রাতে বার্সেলোনা থেকে দুবাইয়ের পথে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কলকাতা ফিরবেন।

About Rhitwika Chowdhury

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *