খেলতে খেলতে গভীর কূপে পড়ে গেল শিশু,দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক : খেলতে খেলতে আচমকাই গভীর কূপে পড়ে গেল ৬ বছরের এক শিশু। উদ্ধারের পর শিশুটিকে মধ্যপ্রদেশের বেতুল জেলার মান্ডভি গ্রামের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

মধ্যপ্রদেশে এই ঘটনা প্রথম নয়। ২ বছর আগে ২০০ ফুট গভীরে পড়ে গিয়েছিল একটি শিশু। চলতি বছরের মে মাসে পাঞ্জাবের হোসিয়ারপুর এলাকায় একটি গভীর কূপে পড়ে গিয়েছিল আরও এক শিশু। এবার সেই একই ঘটনা ঘটল বেতুল জেলায়।

শিশুটির নাম তন্ময়, রাত ৮টা নাগাদ খেলতে খেলতে হঠাৎই কূপের মধ্যে পড়ে যায় সে। দূর্ঘটনাটি চোখে পড়ার পরই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ছুটে আসে এসডিআরএফের একটি দল। এরপর রাত আড়াইটের পর থেকে শিশুটিকে কূপ থেকে উদ্ধারের কাজ শুরু হয়। এরপর তাড়াতাড়ি তাঁকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : সিবিআইয়ের হাতে গ্রেফতার ভাদু খুনের অন্যতম চক্রী জাহাঙ্গীর

সূত্রের খবর, উদ্ধারের কাজ ঠিক মত চলছে কিনা তা দেখতে ঘটনাস্থলে পৌঁছান বেতুলের জেলাশাসক এবং পুলিশ সুপার সিমলা প্রসাদ। শিশুটিকে উদ্ধারের জন্য দু’টি জেসিবি মেশিনের সাহায্যে কূপের সমান্তরাল একটি গর্ত খনন করা হয়। শিশুটি যাতে শ্বাসপ্রশ্বাস নিতে পারে, সেই জন্য গর্তের মাধ্যমে অক্সিজেন সরবারহের ব্যবস্থাও করা হয়েছিল। এছাড়া শিশুটির গতিবিধি পর্যবেক্ষণের জন্য গভীর কূপে একটি ক্যামেরা ঢোকানো হয়েছিল বলে জানা গেছে।

আরও পড়ুন : যিনি ধেড়ে ইঁদুর চেনেন, তাঁকেই তদন্তে ডাকা হোক: কুণাল ঘোষ

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘বেতুলের আথনা ব্লকের মান্ডভি গ্রামে একটি ৬ বছরের শিশুর কূপে পড়ে যাওয়ার ঘটনাটি দুঃখজনক। স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’