ইউএনলাইভ নিউজ ডেস্ক: বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম কোথায় আছে? অনেকেই জানেন বিশ্বের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম খড়্গপুর। কিন্তু সেই সব এখন অতীত। বিশ্বের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম রয়েছে ভারতেই। কর্ণাটকের হুবলি জংশন প্ল্যাটফর্ম এখন বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম।
দীর্ঘতম রেলস্টেশনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতেরই গোরক্ষপুর স্টেশন। এমনকি তৃতীয় স্থানেও রয়েছে ভারতের স্টেশনই। কেরালার কোল্লাম জংশনের প্ল্যাটফর্ম ১ হাজার ১৮০.৫ মিটার দৈর্ঘ্য নিয়ে বিশ্বের তৃতীয় দীর্ঘতম প্ল্যাটফর্ম হিসাবে জায়গা করে নিয়েছে। খড়গপুর এখন চতুর্থ দীর্ঘতম। একটা সময় পর্যন্ত পশ্চিমবঙ্গের খড়গপুর স্টেশন ছিল বিশ্বের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম। ১ হাজার ৭২ মিটার লম্বা এই স্টেশনের প্ল্যাটফর্ম বহুদিন বিশ্বের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম হয়ে থেকে গিয়েছিল।
তবে, কর্ণাটকের হুবলি ১ হাজার ৫০৫ মিটার লম্বা হওয়ার কারণে বিশ্বের সবচেয়ে লম্বা রেলস্টেশনের তকমা পেয়েছে। সেক্ষেত্রে বিশ্বের প্রথম চারটি দীর্ঘতম রেলস্টেশন রয়েছে ভারতেই। যা এককথায় অসাধারণ।
Leave a Reply