ইউ এন লাইভ নিউজ: আর জি কান্ড নিয়ে তোলপাড় হয়ে আছে গোটা দেশ। ন্যায়বিচারের দাবিতে পথে নামছে হাজার হাজার মানুষ। প্রতিবাদের ঝড় দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। এর আগে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল রুপোলি পর্দার তারকারা কোনো প্রতিবাদে শামিল হয়না। কিন্তু ৯অগস্ট থেকে সেই চেহারাটা সম্পূর্ণ রূপে বদলে গিয়েছে। সাধারণ মানুষের সাথেই তারকারাও পায়ে পা মিলিয়ে একসাথে রাস্তায় নামছেন সুবিচারের দাবিতে।
কিন্তু এরই মধ্যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গে মন্তব্য করেছেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক। আর সেই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। শুধু তা-ই নয়, সমাজমাধ্যমে শুরু হয়েছে অভিনেতার বন্ধুবিচ্ছেদের পালা। সোমবার ভোর রাতে ফেসবুকে সুদীপ্তা চক্রবর্তী লেখেন, “এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম।” সেই পোস্টে মন্তব্য বিভাগে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলেন সুজন মুখোপাধ্যায়ও। টলিপাড়ার একের পর এক অভিনেতা ও পরিচালক কাঞ্চনের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছেন।
কিন্তু, এই প্রসঙ্গে খুব বেশি কথা বলতে একেবারেই রাজি নন স্বয়ং বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন। বন্ধু বিচ্ছেদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, “আমি এ বিষয়ে কী আর বলব! সুদীপ্তার মনে হয়েছে, বলেছেন। যে যাঁর ব্যক্তিগত মত জানাচ্ছেন। আমিও আমার ব্যক্তিগত মতই প্রকাশ করেছিলাম।” রবিবার কোন্নগরে এক প্রতিবাদ ধর্না মঞ্চ থেকে কা়ঞ্চন বলেন, “কর্মবিরতি পালন করছেন শাসকদলের বিরুদ্ধে, ভাল। কিন্তু, তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো, না কি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না?” একই সাথে কাঞ্চন বলেন, “আজ আন্দোলনের নামে চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। সবাই বলেন, চিকিৎসক মানে ভগবান। গ্রামের মানুষ ছুটে আসেন শহরের হাসপাতালে, চিকিৎসার জন্য। আপনারা আন্দোলন করুন। তবে রোগীরা কী অপরাধ করেছেন? এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয়, যাতে তাঁরা ‘চিকিৎসকেরা ভগবান’ বলতে দ্বিধা করেন।”
সূত্রের খবর,সোমবার সংবাদ মাধ্যম কে এই প্রসঙ্গে কাঞ্চন বলেন, “আমি শুধু এটুকুই বলেছিলাম, চিকিৎসকেরা তো বেতন পান। মুমূর্ষু রোগীরা কি পরিষেবা পাবেন না? আমি যদি আন্দোলন করছি বলে কাজ না করি, আমাকে কি আমার প্রযোজক টাকা দেবেন? পেশাদার হিসেবে আমাকে পরিষেবা দিতেই হবে। তিনি চিকিৎসক হতে পারেন, আমার মতো অভিনেতা বা সাংবাদিকও হতে পারেন। সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে বিরোধিতা করার। কিন্তু বিরোধিতা করলে সমগ্র ব্যবস্থার বিরোধিতা করতে হবে।”
Leave a Reply