ইউ এন লাইভ নিউজ: পারিবারিক ব্যবসা নয়, বরং বাবার পথে হেঁটেই বিদেশের মাটিতে নিজের ব্যবসা গড়ে তুলল ললিত মোদীর কন্যা আলিয়া মোদী। ৩১ বছর বয়েসেই ৪১ কোটি সম্পত্তির মালকিন লালিত কন্যা। আলিয়ার বাবা ললিত মোদী ভারতে একজন নামি ব্যাবসায়ী, আইপিএলের প্রাক্তন অধিকর্তা যার নিজেরই ২৩,৪৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তবে পারিবারিক ব্যবসা ছেড়ে, ললিত কন্যা নিজের উদ্যোগ নিয়ে পৌঁছে যায় বিদেশের মাটিতে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল আলিয়ার।
উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যান তিনি। বস্টনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আর্ট হিস্ট্রি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পড়াশোনার শেষে আমেরিকা থেকে চলে আসেন লন্ডনে, যেখানে তিনি ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেন। আলিয়ার ভাইয়ের বাবার ব্যাবসার দিকে মন থাকলেও, আলিয়ার বরাবর ইচ্ছা ছিল অন্য রকম কিছু করার। পড়াশোনা শেষ হওয়ার পর দারা হুয়াং নামে আমেরিকার এক জনপ্রিয় স্থপতির সঙ্গে কাজ করতে শুরু করেন তিনি।
দারার সঙ্গে লন্ডনের একটি সংস্থায় টানা দু’বছর কাজ করেন আলিয়া। এরপরেই তিনি নিজের ব্যাবসার উদ্যোগ শুরু করেন,আলিয়া নিজের ইন্টেরিয়র ডিজাইনিং এর একটি সংস্থা খোলেন। খুবই কম সময় সংস্থাটির নাম ডাক পরে যায়। ললিত এবং তাঁর কন্যা আলিয়া যৌথ ভাবে সিদ্ধান্ত নেন যে, পারিবারিক ব্যবসার যাবতীয় দায়িত্ব সামলাবেন রুচির। সম্প্রতি নিজের ব্যবসা থেকে আয় করে প্রায় ৪১ কোটির সম্পত্তির মালকিন আলিয়া, বাবার ব্যবসা নয়….তিনি হলেন ‘সেলফ মেড’ কোটিপতি।
Leave a Reply