ইউ এন লাইভ নিউজ: লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। একের পর এক জায়গায় ধসের খবর উঠে আসছে বারে বারে। বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক। এমনকি তিস্তার জলও বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা। যা উস্কে দিচ্ছে ২৩ সালের উত্তর সিকিমে সেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি। এই অবস্থায় উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি ছিল বলে আবহাওয়া দফতর জানিয়েছিল, তার প্রভাব কেটে গিয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি উত্তরবঙ্গে। দুর্গাপুজোর সময়েও কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু বর্ষার মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে। সেই কারণে দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে কখনও কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।
আবহবিদেরা জানিয়েছেন, বৃষ্টিতে পাহাড়ে ধস নামতে পারে। বাড়তে পারে বিভিন্ন নদীর জলস্তর। চাষেরও ক্ষতি হতে পারে। আগে থেকে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। শুক্রবারই দুর্গাপুজোর আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ৯ তারিখ পর্যন্ত প্রতিটি জেলাতেই বৃষ্টি হতে পারে। ১০ থেকে ১৩ তারিখ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
Leave a Reply