ইউ এন লাইভ নিউজ: লোকসভায় রেকর্ড সংখ্যাক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়ার কথা বাংলায়। মোট ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। তবে প্রথম দফার তিন কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রশাসনের অন্দরেই। তবে বিকল্প ব্যবস্থা হিসাবে আগেভাগেই সব বুথে ওয়েব কাস্টিং করার ভাবনা-চিন্তা শুরু করেছে কমিশন। এমনটাই সূত্রের খবর।
রাজ্যের প্রথম দফার ভোট ১৪ এপ্রিল। উত্তরবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হবে। তিনটি লোকসভা মিলিয়ে মোট বুথ সংখ্যা প্রায় ৫৪০০টি। তার মধ্যে রয়েছে কোচবিহার লোকসভা। বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর লড়াইয়ে ইতিমধ্যেই উত্তপ্ত কোচবিহার। যত দিন এগোচ্ছে, বাড়ছে স্পর্শকাতর বুথের সংখ্যা। এমনটাই মত প্রশাসন কর্তাদের। কমিশনের পক্ষ থেকে স্পর্শকাতর বুথের সংখ্যা প্রকাশ করা না হলেও , প্রাথমিক ভাবে অনুমান ওই লোকসভা কেন্দ্রগুলোতে ৭৫ শতাংশের বেশি বুথ স্পর্শকাতর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী প্রত্যেক বিধানসভা এলাকায় ১৬-১৮ কোম্পানির বাহিনীর প্রয়োজন হয়। প্রত্যেক লোকসভা কেন্দ্রে থাকে ৭টি বিধানসভা। সব হিসাব কষলে তিনটি লোকসভায় প্রায় ৩৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন।
Leave a Reply