ইউ এন লাইভ নিউজ: দিনের বেলাতেই হবে সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ৮ এপ্রিল, সোমবতী অমাবস্যার দিনে। এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যা প্রায় ৫৪ বছর পর ঘটতে চলেছে। এর আগে ১৯৭১ সালে এই ধরনের সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ চলে আসার ফলে চাঁদের ছায়ায় ঢেকে যায় সূর্য আর সেটাই সূর্যগ্রহণ নামে পরিচিত। বৈজ্ঞানিক গুরুত্বের পাশাপাশি এই সূর্যগ্রহণের জ্যোতিষ গুরুত্ব অপরিসীম। অনেকেই এই সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করেন। বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া যায় না। আসুন তাহলে জেনে নিই এই গ্রহণের সময় কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার খাওয়া উচিত নয়।
সূর্যগ্রহণের সময়: ভারতীয় সময় অনুযায়ী, বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে ৮ এপ্রিল রাত ৯ টা ১২ মিনিটে। সূর্যগ্রহণ শেষ হবে রাত ২টো ২২ মিনিটে। এই সূর্যগ্রহণের সময়কাল হবে ৫ ঘণ্টা ১০ মিনিটের, যা সবচেয়ে দীর্ঘতম। সূর্যগ্রহণের সময় অনেকে গায়ত্রী মন্ত্র সহ বেশ কিছু মন্ত্র উচ্চারণ করে থাকেন। যাতে চারদিকটা পবিত্র থকে। এই গ্রহণের সময় ভগবান বিষ্ণু ও ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য তাঁদের মন্ত্রও জপ করা হয়। ভারতে এই সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়ে থাকে এবং তা গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর হিসাবে বিবেচিত হয়। অনেকে এই গ্রহণের সময় উপোস থাকেন অথবা একেবারে হালকা খাবার খান।
তবে উত্তর আমেরিকা, মেক্সিকো, কানাডায় ১৮৫ কিলোমিটার এলাকা থেকে এই গ্রহণ দেখা যাবে। টেক্সাস, ওকলাহোমা, মিসৌরি, ইলিনয়, ইন্ডিয়ানা, মিশিগান, আরকানসাস, টেনেসি, কেনটাকি, ওহাইও, পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, মেইন আমেরিকা সহ মোট ১৮টি রাজ্য থেকে এই গ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রথম দেখা যাবে মেক্সিকোর উপকূলে। স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিট নাগাদ অন্ধকার নামবে। দুপুর দেড়টায় মেইনে আঁধার নামবে। মোট আড়াই ঘণ্টা ধরে এই গ্রহণ চললেও, সম্পূর্ণ অন্ধকার নামবে কেবল ৪ মিনিট ২৭ সেকেন্ডের জন্য।
Leave a Reply