নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুর জেলা সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন রামনগরে উৎসব ভবনে কর্মীদের নিয়ে তিনি বৈঠক করেন। তারপর কর্মীদের সঙ্গে চা-চক্রে মিলিত হন।
এদিন সকালবেলা নিউ দীঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত সিবিচ বরাবর কর্মীদের সঙ্গে প্রতঃভ্রমণ করেন এবং পর্যটকদের সঙ্গে কথা বলেন। এদিন তিনি বলেন সারা পশ্চিমবঙ্গ এখন অশান্ত। সারা বাংলায় আগুন জ্বলছে। মহিলাদের কোন সুরক্ষা নেই। এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতি পৌঁছায়নি। বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ চলছে। মমতা ব্যানার্জি অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজে চুপচাপ আছেন।
এদিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোকাবাবু বলে কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, ওনার খোকাবাবু এখন দর্শন দিতে বেরিয়েছেন। টেন্ট লাগিয়ে কোটি কোটি টাকা খরচা করে দরবার বসাচ্ছেন। আর মানুষের বাড়িতে খাবার নেই, চাল নেই, নিরাপত্তা নেই। চাকরি চুরি হয়েছে, আবাস যোজনার বাড়ি চুরি হয়েছে, সড়ক যোজনার রাস্তা চুরি হয়েছে।
ডি এম, এসপির হাজিরা নিয়ে তিনি বলেন এদেরকে ডেকে পাঠিয়ে কড়কানোর দরকার আছে। এই সমস্ত অফিসারা টিএমসি পার্টির ওয়ার্কার হিসেবে কাজ করছেন। যার জন্য মানুষের উপর অত্যাচার নেমে আসছে। তাই নিজেকে সবাই অসুরক্ষিত বলে মনে করছে। এদের উপর সাধারণ মানুষ ভরসা পাচ্ছেন না। তাই কেন্দ্র বারবার টিম পাঠাচ্ছে। সেই সঙ্গে কেন্দ্রীয় টিম রিপোর্টও চাইছেন বলে তিনি জানান। এদের টিএমসি মাইনা দেয় না। সাধারণ মানুষের করের টাকায় এদের বেতন হয়। রাজ্যে এক অরাজকতার সরকার চলছে বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
Leave a Reply