বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল, জানেই না শিক্ষা দফতর

নিউজ ডেস্ক: শিক্ষা দফতরকে না জানিয়েই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল। তবে তা রাজভবন থেকে জানানো হয়নি শিক্ষা দফতরকে। এমনকী নিয়োগের আগেও দফতরের সঙ্গে আলোচনা হয়নি বলে অভিযোগ।

সম্প্রতি রাজ্যপাল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ডেকে পাঠিয়েছিলেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের। সেখানেই বলেছিলেন, পড়ুয়াদের সুবিধার্থে অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব নেবেন বরিষ্ঠ শিক্ষক। এরপরেই, উপাচার্যের দায়িত্ব পান চন্দন বসু। অভিযোগ, উপাচার্য হিসেবে রঞ্জন চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পরে শিক্ষা দফতর নতুন নামের প্রস্তাব পাঠিয়েছিল রাজভবনে। তার উত্তর আসেনি।  তবে, এই বিষয়ে কোনও মন্তব্য করেননি আচার্য তথা রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী।