ইউ এন লাইভ নিউজ: রাজবভনের মধ্যে গৃহবন্দী নন তিনি। তা স্পষ্ট করে বোঝাতেই এবার রাজভবনের বাইরে কর্তব্যরত পুলিশকর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার নবান্নকে চিঠি লিখে বোস জানালেন, রাজভবনের নিরাপত্তায় কলকাতা পুলিশের প্রয়োজন নেই। তাই রাজভবনের নিরাপত্তায় নিয়োজিত কলকাতা পুলিশ কর্মীদের অবিলম্বে প্রাঙ্গণটি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নবান্নকে পাঠানো চিঠিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস উল্লেখ করেছেন, রাজভবনের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা তাঁর নির্দেশনা মানছে না। তাই রাজভবন চত্বরে থাকা পুলিশি নিরাপত্তায় তিনি সুরক্ষিত বোধ করছেন না। যত দ্রুত সম্ভব কলকাতা পুলিশকে রাজভবন চত্বর খালি করার নির্দেশ দিয়ে নবান্নকে এই চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজ্যে ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্তদের’ নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁকে ভিতরে ঢুকতে দেয়নি কর্তব্যরত কলকাতা পুলিশ। রাজভবনের বাইরে ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে শুভেন্দু সহ শো দুয়েক লোককে ফিরিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও রাজভবনে প্রবেশ করতে না পেরে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা। শুনানিতে বিচারপতি অমৃতা সিংহ প্রশ্ন তোলেন, রাজ্যপাল কি গৃহবন্দী নাকি। তাঁর অনুমতি সত্ত্বেও কেন দেখা করার অনুমতি দেওয়া হল না। বিচারপতির এই মন্তব্যের পরেই রাজভবন চত্বর থেকে লালবাজারের নিরাপত্তা সরিয়ে নেওয়ার জন্যে নবান্নকে চিঠি লিখেছেন বোস।
Leave a Reply