Jadavpur University

JU Student Death: অভ্যন্তরীণ কমিটির সুপারিশের সঙ্গে একমত হাইকোর্ট, আজীবন বহিষ্কার ৪ জন বর্তমান পড়ুয়া

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা কলকাতায়। এমতাবস্থায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চারজন বর্তমান পড়ুয়াকে আজীবন বহিষ্কারের সুপারিশ করলেন তদন্ত কমিটি। ৪ঠা সেপ্টেম্বর তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে হোস্টেল ফাঁকা করার কথা বলা হয়েছিল। যাদবপুর কর্তৃপক্ষের দ্বারা সেই কাজ সম্পন্ন হওয়ার পর। ঘটনার সঙ্গে যুক্ত আরো ২৫ জনকে হোস্টেল থেকে বের করে দেওয়ার সুপারিশ জানান তদন্ত কমিটি। কমিটি আরও জানায় সুপারিশ করে সুপারের ভূমিকা খতিয়ে দেখতে হবে, প্রয়োজনে তাকে শাস্তি দিতে হবে। কি করে অরিত্র একই সঙ্গে এতদিনের সই করল কর্তৃপক্ষকে তা খতিয়ে দেখার সুপারিশ দেয়া হয়েছে এফ আই এর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে এই ঘটনায়।

যাদবপুরে ছাত্রের মৃত্যুর ঘটনার পর তদন্তকারী কমিটি গঠন করে মৃত্যুর পরে একটি প্রাথমিক বিপদ জমা করা হয় এবং প্রায় এক মাস পর পূর্ণাঙ্গ রিপোর্ট করল অভ্যন্তরীণ কমিটি। এই রিপোর্ট থেকে জানা যায় চারজন বর্তমান পড়ুয়া কে আজীবন বহিষ্কার করা হবে এবং ২৫ জন প্রাক্তনী যারা হোস্টেলে এখনো পর্যন্ত রয়েছে তাদেরকে হোস্টেল দিতে বার করে দিতে হবে এই মতের সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। একমত হন এবং ঠিক এই সিদ্ধান্তই ফলপ্রসু করার নির্দেশ দেন।

রেগিং এর সঙ্গে যুক্ত প্রত্যেক ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পাশাপাশি ৫ জনকে চারটি সেমিস্টার এবং ১১ জনকে দুটি সেমিস্টার এবং ১৫ জনকে একটি করে সেমিস্টার সাসপেন্ড করার সুপারিশ দেয়া হয়েছে তদন্তকারী দলের পক্ষ থেকে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয় এক ছাত্রনেতা সে পিএইচডি করছে বলে জানা গিয়েছে কমিটির সুপারিশ ওই ছাত্রনেতার গবেষণা সম্পন্ন হল আর কোনদিনও বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে পারবেন না তিনি। সূত্রের খবর অনুযায়ী মোট ১৪০জনের বয়ান রেকর্ড করেছে তদন্তকারী কমিটি।