ইউ এন লাইভ নিউজ: আই লিগ ৩ প্রাথমিক পর্বের খেলা আজ শেষ হল। প্রথমে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করার কথা থাকলেও এবার নিয়মের পরিবর্তন করে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে চূড়ান্ত পর্বে সুযোগ দেওয়া হচ্ছে। গ্রুপ এ থেকে ডায়মন্ড হারবার এফসি ও স্পোর্টস অ্যাকাডেমি তিরুর, গ্রুপ বি থেকে সেসা ফুটবল অ্যাকাডেমি ও গাড়ওয়াল হিরোজ এফসি, গ্রুপ সি থেকে চানমারি এফসি ও মাইটি ইয়ং জো – গোলোরিয়াস মাদার্স এসসি, গ্রুপ ডি থেকে কেইনৌ লাইব্রেরী অ্যাণ্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন এফসি ও কার্বি আংলং মর্নিং স্টার এবং গ্রুপ ই থেকে আব্বাস ইউনিয়ন এফসি ও ডাউনটাউন হিরোজ এফসি, এই দশটি ক্লাব চূড়ান্ত পর্বে চলে গেলো।
চূড়ান্ত পর্বে ১০টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। এখানেও প্রাথমিক পর্বের মতো গ্রুপের প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে সিঙ্গেল লেগ রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে, অর্থাৎ মোট চারটি ম্যাচ খেলবে। এই খেলাগুলি হবে ২০ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর। এখানে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ক্লাব অর্থাৎ মোট চারটি ক্লাব, আই লিগ ৩ থেকে উন্নীত হয়ে এই মরসুমেই আই লিগ ২ খেলবে। এছাড়া দুই গ্রুপের তৃতীয় স্থানাধিকারী ক্লাব উন্নীত হয়ে আগামী মরসুমে আই লিগ ৩ খেলার সুযোগ পাবে। এছাড়া দুই গ্রুপের চ্যাম্পিয়ন ক্লাব আগামী ৩০ সেপ্টেম্বর আই লিগ ৩ ফাইনালে পরস্পরের বিরুদ্ধে খেলবে, যেখানে বিজয়ী দল এবারের আই লিগ ৩ চ্যাম্পিয়ন ও পরাজিত দল আই লিগ ৩ রানার্স হিসাবে বিবেচিত হবে।