নিউজ ডেস্ক: এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগের মৃত্যু হয়েছে কটকের এক বেসরকারি হাসপাতালে।
সূত্রের খবর, বৃহস্পতিবাররাত ২টো ৪০ নাগাদ মৃত্যু হয়েছে তার। এগরা বিস্ফোরণের পর পলাতক ছিল ভানু। তার খোঁজে ভিন রাজ্যে তল্লাশি চালে। তল্লাশি চালিয়ে ওড়িশা থেকে সিআইডি গ্রেপ্তার করে তাকে। ভানুর সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছিল তার ছেলে এবং ভাইপোকেও।
মঙ্গলবার বিস্ফোরণের পর ভানু ওড়িশা গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। জানা গিয়েছে অগ্নিদগ্ধ হয়েছিল দেহের ৮০ শতাংশ। অবস্থা সঙ্কটজনক হওয়ায় তার জবানবন্দি নেওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে অগ্নিদগ্ধ অবস্থাতেই মৃত্যু হয়েছে তার। সূত্রের খবর, ভানুর দেহ নিয়ে আসা হবে রাজ্যে।
Leave a Reply