NEET Scam

NEET Scam: নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে এইবার মূল সন্দেহভাজন! গ্রেফতার আরও পাঁচ

ইউ এন লাইভ নিউজ: নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এ বার ঝাড়খণ্ড থেকে এই ঘটনার মূল সন্দেহভাজন সিকন্দর যাদবেন্দ্র-সহ পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। এর আগেই ১৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এইবারে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১৮। দেওঘর থেকে সিকন্দর এবং আরও চার জনকে গ্রেফতার করে বিহার পুলিশ। যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের জেরা করার জন্য পাটনায় নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার গোপন সূত্রে পাটনা পুলিশ খবর পায় চার সন্দেহভাজন দেওঘরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন।

সেই খবর পেয়েই ঝাড়খণ্ডে যায় পটনা পুলিশ। যে বাড়িতে ৩০ জন নিট পরীক্ষার্থীর এক এক জনের কাছ থেকে প্রশ্নপত্রের জন্য ৩০-৫০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল, সেই ঠিকানার হদিস পায় পুলিশ। তার পরই তল্লাশি চালিয়ে সিকন্দর-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। হজারিবাগের একটি সেন্টার থেকে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল প্রথম। তার পর সেখান থেকে সেই প্রশ্নপত্র অন্যত্র ছড়িয়ে পড়ে। জেরায় সিকন্দর স্বীকার করেছেন যে, অমিত আনন্দ এবং নীতীশ কুমার নামে দু’জনের কাছ থেকে ৩০-৩২ লক্ষ টাকায় নিটের প্রশ্নপত্র কিনেছিলেন।

তারপর সেই প্রশ্নপত্র সমস্তিপুরের অনুরাগ যাদব, দানাপুরের আয়ুষ কুমার, গয়ার শিবানন্দ কুমার এবং রাঁতীর অভিষেক কুমারের কাছে ৪০ লক্ষ টাকায় সেই প্রশ্নপত্র বিক্রি করেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে সিকন্দর ছাড়াও রয়েছেন নিট পরীক্ষার্থী অনুরাগ যাদব, নীতীশ কুমার এবং অমিত আনন্দ। পুলিশ সূত্রে খবর, ধৃত পরীক্ষার্থীরা স্বীকার করেছেন যে, পরীক্ষার আগের দিন তাঁরা প্রশ্নপত্র পেয়েছিলেন এবং সেই প্রশ্নের উত্তরও মুখস্থ করানো হয়েছিল।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *