নিউজ ডেস্ক: কয়েকদিন ধরেই গোটা রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করছেন মানুষ। দেখা যাচ্ছে প্রতিদিন একটু একটু করে বাড়ছে ঠান্ডা। কমছে তাপমাত্রা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা দেখা গিয়েছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার তাপমাত্রা আরও দু ডিগ্রি কমে গিয়ে হয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: ক্রাকেন: করোনার নয়া ভ্যারিয়েন্ট ভারতে, আক্রান্ত ৭
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে এদিন কনকনে ঠাণ্ডা উত্তুরে হাওয়ার সঙ্গে ছিল ঘন কুয়াশা। বেলা বাড়তে কুয়াশা খানিকটা কাটলেও, এখনও কিছু কচু জায়গায় কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে। রোদ উঠলেও সেই তাপ গায়ে লাগছেনা। ফলে জাঁকিয়ে ঠান্ডা অনুভব করছেন মানুষ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন এরকম নিচের দিকেই থাকবে সারারাজ্যের তাপমাত্রা।
আরও পড়ুন: ব্রিটেনের আকাশে ভারতের জয়জয়কার
কলকাতার পাশাপাশি হাড় হিম করা ঠান্ডা পড়েছে রাজ্যের বাকি জেলাগুলোতেও। ক্রমশ নামছে পারদ। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার মত জেলাগুলোতে ৮ ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রা। উত্তরবঙ্গের চিত্রও এক। দার্জিলিং, কালিম্পং এর সর্বত্রই তাপমাত্রা ৬ ডিগ্রির কাছাকাছি।
Leave a Reply