Weather Report

Weather Report: আকাশ ভাঙা বৃষ্টিতে সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: নিম্নচাপের মেঘ ঘনিয়েছে বঙ্গোপসাগরে। ধীরে ধীরে নিম্নচাপ গভীর হয়েছে। সাগর থেকে জলীয় বাষ্প টেনে তা আরও শক্তিশালী হয়েছে। নিম্নচাপের জেরে বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি নেমেছে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ৫ তারিখ অবধি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। একটানা বৃষ্টিতে বন্যার সতর্কতা জারি হয়েছে সাত জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও।

নিম্নচাপ এখন ঝাড়খণ্ড ও ছত্তীসগড় এলাকায় অবস্থান করছে। ছত্তীসগড় থেকে মহারাষ্ট্র অবধি বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে। অন্যদিকে গুলমার্গ, ধর্মশালা, পান্থগড়, মাধবপুর, জোধপুর অবধি চলে গেছে আরও একটি অক্ষরেখা। এর জেরে আগামী তিন থেকে চারদিন উত্তর-পশ্চিম ভারতেও তুমুল বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের চারটি জেলায় বুধবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এ ছাড়া বুধবার পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তুমুল বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা বিদায়ের পালা এসেছে। তবে তার আগে ফের একবার ফুঁসে উঠেছে নিম্নচাপের মেঘ। বিদায়লগ্নে শেষ ছোবল বসাচ্ছে বর্ষা। বাংলাজুড়ে দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিন। নিম্নচাপের জেরে সমুদ্র ফুঁসছে। উপকূলের জেলাগুলিতে বাড়তি সতর্কতা জারি হয়েছে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলাতে।