ইউ এন লাইভ নিউজ: বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। চলতি মাসের ২ তারিখ নাগাদ বিষয়টি সামনে আসে। সেই ঘটনার জেরে ওই মহিলা কলকাতার হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগও জানান।
অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। যদিও রাজ্যপাল জানিয়েছিলেন, পদে থাকাকালীন অবস্থায় দেশের কোনও রাজ্যপালের বিরুদ্ধেই কোনও তদন্ত করতে পারে না পুলিশ। সেই এক্তিয়ার তাদের নেই। একই সঙ্গে সংবিধানের কথা স্মরণ করিয়ে দিয়ে রাজভবনের কর্মীদের এই ঘটনা প্রসঙ্গে কোথাও মুখ খুলতে নিষেধ করেছিলেন রাজ্যপাল স্বয়ং। তদন্তের স্বার্থে পুলিশ রাজভবনের বেশ কয়েক জন কর্মীকে তলব করেছিল। কিন্তু সূত্রের খবর, কেউই হাজিরা দেননি। এখন জানা যাচ্ছে, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে। কিন্তু তাতে রাজভবনের কর্মীদের কোনও বয়ান নেই। এই রিপোর্ট এবার জমা পড়বে নবান্নে।
জানা গিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছিল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। প্রাথমিক অনুসন্ধানে উঠে আসা তথ্যের ভিত্তিতেই রিপোর্ট তৈরি করেন তদন্তকারী অফিসারেরা। গত শনিবার ওই রিপোর্ট কলকাতার নগরপালের কাছে জমা পড়েছে বলেই খবর। কিন্তু সেখানে নেই রাজভবনেই কোনও কর্মীর কোনও বয়ান। যেহেতু পুলিশ ডাকার পরেও রাজভবনের কেউ কোনও থানায় হাজিরা দেননি তাই, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির প্রাথমিক রিপোর্টে রাজভবনের কর্মীদের বয়ান নেই। তবে ভবিষ্যতে কোনও বয়ান মিললে তা প্রাথমিক রিপোর্টে যোগ করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজভবনের সিসিটিভি ফুটেজ রাজ্যের পূর্ত দফতরের কাছ থেকে সংগ্রহ করেছে পুলিশ, যা তাঁরা এখন খতিয়ে দেখেছে। অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে ফুটেজের কিছু অংশ মিলেও গিয়েছে বলে খবর। সূত্রের খবর, বিনীত গোয়েলের কাছে জমা পড়া রিপোর্ট যাবে নবান্নে। তবে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। তবে কেন্দ্রের গদি ওল্টালে রাজ্যপাল পদ যেতে পারে বোসের। তখন এই শ্লীলতাহানির ঘটনা তাঁকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে।
Leave a Reply