নিউজ ডেস্ক : আবারও ফিরছে শীতের আমেজ, বাড়ছে ঠান্ডা রাজ্যজুড়ে। রাতের তাপমাত্রা নামছে স্বাভাবিকের নীচে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া সব জেলা আপাতত শুকনোই থাকবে বলে জানান হয়েছে।
বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা বেশ কিছুটা নামবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে,শুক্রবার কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। উত্তুরে হওয়া বইবে বেশ জোরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান কমছে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত,জানাল আবহাওয়া দফতর। পাশাপাশি,জেলায় জেলায় তাপমাত্রা ১২-১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে বলে জানাল হাওয়া অফিস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা আছে সকালের দিকে। আগামী ১৬ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। পাশাপাশি, ১৭ ডিসেম্বর সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও তারপরের ২-৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট, অরিজিৎ সিংকে নিজের হাতে মঞ্চে তুলে আনলেন মমতা
Leave a Reply