Kolkata Municipality: পুরসভা বিপুল ছাড় দিতে চলেছে সম্পত্তিকরে

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বকেয়া সম্পত্তিকর আদায় করতে জরিমানা এবং সুদের উপর বিপুল ছাড় দিতে চলেছে কলকাতা পুরসভা। খুব তাড়াতাড়ি এই মর্মে নির্দেশিকা প্রকাশিত হবে বলে খবর। সম্পত্তিকর বাবদ ২০২৩-এর ১ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ৪৫১ কোটি টাকা জমা পড়েছে পুরসভার কোষাগারে। তবে, জুলাই মাসের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত সম্পত্তিকর বাবদ যে টাকা আদায় হওয়ার কথা ছিল, তা হয়নি। কারণ হিসেবে পুরকর্তারা জানাচ্ছেন, শহরের মাত্র ২৫ শতাংশ বাসিন্দা নির্দিষ্ট সময়ে সম্পত্তিকর জমা করেন। পুরসভার মোট রোজগারের ৮০ শতাংশই আসে সম্পত্তিকর থেকে। সে কথা মাথায় রেখে গত বছরের মতো এই বছরও কোষাগার ভরাতে সম্পত্তিকরে ছাড় দেওয়ার এই পরিকল্পনা।

পুরসভা সূত্রে খবর, ১০ বছরের বেশি সময় ধরে সম্পত্তিকর বকেয়া রেখেছেন, এমন করদাতাদের জরিমানায় ২৫ শতাংশ এবং সুদের উপর ৩০ শতাংশ ছাড় মিলবে। ৫-১০ বছর পর্যন্ত সম্পত্তিকর বকেয়া আছে, এমন করদাতারা জরিমানার উপর ৫০ এবং সুদের হারে ৩৫ শতাংশ ছাড় পাবেন। ২-৫ বছর পর্যন্ত সম্পত্তিকর বকেয়া থাকা করদাতারা জরিমানার উপর ৭৫ শতাংশ এবং সুদের হারে ৪৫ শতাংশ ছাড় পাবেন। আবার, ২ বছরের কম সময় ধরে যে সব করদাতাদের সম্পত্তিকর বকেয়া, তাঁরা জরিমানায় ৯৯ শতাংশ এবং সুদের হারে ৫০ শতাংশ ছাড় পাবেন বলেই প্রাথমিক ভাবে ঠিক হয়েছে। একই সঙ্গে পুরসভার নির্দেশ, সম্পত্তিকর মূল্যায়ন বিভাগের আধিকারিকদের সপ্তাহে অন্তত তিন দিন সম্পত্তিকর মূল্যায়ন হয়নি, এমন বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে হবে। সপ্তাহে দু’দিন যোগাযোগ করতে হবে সম্পত্তিকর বকেয়া রেখেছেন এমন করদাতাদের সঙ্গে।

সূত্রের খবর, এমনটাই সম্পত্তিকর মূল্যায়ন বিভাগের আধিকারিকদের জানিয়েছেন পুর কমিশনার বিনোদ কুমার। পুরসভার এক কর্তা জানান, বিপুল ছাড় দেওয়ার পরে অতীতে সম্পত্তিকর বাবদ মোটা টাকা ঘরে এসেছে। আশা করা যায়, এই বছরও সেটাই হবে। ১০ বছরের বেশি বকেয়া হলে জরিমানায় ২৫%, সুদের উপর ৩০% ৫-১০ বছর পর্যন্ত বকেয়ায় জরিমানায় ৫০%, সুদে ৩৫%, ২-৫ বছর পর্যন্ত বকেয়া হলে জরিমানায় ৭৫%, সুদে ৪৫%, ২ বছরের কম বকেয়ায় ৯৯%, সুদের ৫০%।

About Rhitwika Chowdhury

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *