ইউ এন লাইভ নিউজ: বুধবার বিকেলে আবার বোলপুর দলীয় কার্যালয়ে যেতে পারেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। যদিও ঘরে ফেরা ইস্তক কোনও রাজনৈতিক মন্তব্যই করেননি তৃণমূল নেতা। ১৮ মাস পর জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার বোলপুরে নিজের বাড়িতে ফিরেছেন তিনি। বাড়ি ফিরে থেকে অনুগামীদের সঙ্গে দেখাসাক্ষাৎ ছাড়া দলের বড় কোনও নেতার সঙ্গে মুখোমুখি কথাবার্তা বলেননি অনুব্রত। তবে বুধবার বিকেলে তিনি আবার বোলপুর দলীয় কার্যালয়ে যেতে পারেন। সেই খবর পেয়েই কার্যালয়ে সাজ সাজ রব। এমনকি অনুব্রত মণ্ডলের একের পর এক ছবি দিয়ে ভরানো হচ্ছে কার্যালয়ের দল। কোনও কোনও ছবিতে কেষ্টর পাশে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসাথে তাৎপর্যপূর্ণ ভাবে সরানো হল জেলা কোর কমিটির সদস্যদের ছবি। যে কমিটি তৈরি করেছেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় কার্যালয়ের মেঝে জীবাণুমুক্ত হচ্ছে ফিনাইল দিয়ে। রাজমিস্ত্রিরাও কুরনি হাতে ব্যস্ত। দরজার গ্রিল, কার্যালয়ের গেটও রং করা হচ্ছে। সাগর হাজরা নামে ব্যস্ত এক রংকর্মী বললেন, ‘‘দাদার নির্দেশ।’’ আর কোনও কথা না বলে মন দিয়ে রং করা শুরু করলেন তিনি। রাজেশ মিদ্যা নামে এক জন কর্মী বললেন, ‘‘গতকাল আমাদের শ্রদ্ধেয় দাদা ফিরেছেন। তাই নির্দেশমাফিক পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সাজানোর কাজ চলছে।’’ তিনি জানালেন, শুধু অফিসের ভিতরে অনুব্রতের ন’টা ছবি টাঙানো হচ্ছে। অনুব্রতের জেলযাত্রার কিছু দিনের মধ্যে তাঁর ছবি সরানো হয়েছিল কার্যালয় থেকে। তার পর জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের ছবি টাঙানো হয়। দেওয়ালে ছিল অভিজিৎ সিংহ, চন্দ্রনাথ সিংহ, সুদীপ্ত ঘোষ, আশিস বন্দ্যোপাধ্যায়ের ছবি। মমতা-অভিষেক ছাড়া ওই সব ফটোই সরিয়ে দেওয়া হয়েছে। কেষ্ট ফেরার ২৪ ঘণ্টার মধ্যে বোলপুরের দলীয় কার্যালয় কার্যত অনুব্রতময়।
Leave a Reply