পাইলট বাবার অবসরের দিনেই,তাঁকে উড়িয়ে নিয়ে যাচ্ছে পাইলট কন্যা!

নিউজ ডেস্ক : শুরু হলে শেষ হবেই, এমনই রীতি পৃথিবীর। চিরস্থায়ী নয় কিছুই। হ্যাঁ তাঁতে কষ্ট হয়,তবে এটা মেনে নওয়াই আমাদের ধর্ম। এমনি এক আবেগাপ্লুত মুহূর্তে এসে দাঁড়িয়েছে এক কন্যা ও পিতা। দীর্ঘদিনের কর্মজীবনের সফর থেকে অবসর নিচ্ছে বাবা, সামনে দাঁড়িয়ে আছে মেয়ে। মেয়ের স্বয়ং বাবার হাতে তুলে দিচ্ছে অবসরের প্রতীক। দুজনের চোখেই জল, মুক্যে হাঁসি। এমনই দৃশ্য সম্প্রতি তুমুল ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

মেয়ে ইন্ডিগোতে ফার্স্ট অফিসার,নাম ক্যাপ্টেন ‘চানু ভাস’। আর বাবা ক্যাপ্টেন সি কে ভাস। বাবাকে চমকে দেওয়ার জন্য,এই পুরো বিষয়টি সাজিয়েছেন পাইলট কন্যা। সম্প্রতি দিল্লির হিমাল্যাপুত্র অ্যাভিয়েশন লিমিটেডের হেলিকপ্টারের পাইলটের পদ থেকে অবসর নিয়েছেন সি কে ভাস। তিনি দীর্ঘ ৪৩ বছর যাবৎ পাইলট হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি, তিনি ভারতীয় বিমান বাহিনীর সাথেও যুক্ত ছিলেন।

বাবার অবসরের দিন কনিষ্ঠা কন্যা ক্যাপ্টেন চানু ভাস ইন্ডিগোর প্লেনটিতে বাবাকে রায়পুর থেকে নয়াদিল্লিতে উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন। বাবার কর্ম জীবনের শেষের দিনটিকে “বিশেষ দিন” করে তোলার জন্য সে,বিমানের মধ্যেই কিছু বলতে শুরু করেন বাবার উদ্যেশে।

বাবার অবসরের কথা জানাতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। তিনি জানান, “আমি প্রাক্তন ভারতীয় বায়ুসেনা অফিসার এবং আমার বাবা…ক্যাপ্টেন চন্দ্র কান্ত ভাসকে সঙ্গে নিয়েই আজ উড়ছি। এটি তাঁর জন্য একটি বিশেষ দিন। কারণ তিনি দীর্ঘ ৪৩ বছর যাবৎ উড়ানের পর আজ অবসর নিচ্ছেন। তিনি ভারতীয় বিমান বাহিনীতে ২৭ বছর ছিলেন। এটি সত্যিই একটি আবেগপূর্ণ দিন। তিনি একজন হেলিকপ্টার পাইলট।”

এছাড়াও তিনি বলেন,তিনি তাঁর বাবাকে “হোম বেসে” ফিরিয়ে আনছেন। “বাবার কর্মজীবনের শেষ দিনে তাঁকে তাঁর হোম বেসে ফিরিয়ে আনা আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। কাজের প্রতি অনুপ্রেরণা এবং শক্তির সাথে প্রতিশ্রুতিবদ্ধ কেরিয়ার গড়ে তোলার জন্য আমি বাবাকে অভিনন্দন জানাই। আমরা তোমাকে নিয়ে খুব গর্বিত। আমরা তোমার একটি খুব সুখী এবং একটি সুস্থ অবসর জীবনের কামনা করি। একই উদ্দীপনা এবং আবেগের সাথে এই নতুন অধ্যায়টি উপভোগ করো। আমি যে এতটা আবেগপ্রবণ হতে চলেছি তা জানতাম না। বাবাকে দেখে আমি আবেগাপ্লুত হয়ে যাচ্ছি।”

আরও পড়ুন : অভিষেককে সভার অনুমতি হাইকোর্টের, একই সঙ্গে শান্তিকুঞ্জে শান্তি রক্ষার দায়িত্ব পুলিশকেই

এরপরই করতালিতে ভোরে যায় সারা বিমান। তাঁরা ক্যাপ্টেন চন্দ্র কান্ত ভাসকে তাঁর অবসর জীবনের জন্য শুভকামনাও জানান। তিনিও সকলকে ধন্যবাদ জানান। এই মুহূর্ত কেই ক্যামেরা বন্ধি করেন কিছু যাত্রীরা। সেই ভিডিওটিই এখন তুমুল ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। বাবার ও কন্যার সুমধুর এই মুহূর্ত দেখে আবেগে ভাসছেন নেটিজেনরাও।

আরও পড়ুন : মুসলিম মেয়েদের নিজের ইচ্ছায় বিয়েতে নেই আর বাধা, জানাল আদালত

About Simlin Das

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *