নিউজ ডেস্ক : সামনেই কালীপুজো। তার আগেই আসতে পারে সুপার সাইক্লোন ! ঘন্টায় হওয়ার গতিবেগ হতে পারে ২২০-২৫০ কি.মি। সাইক্লোন তৈরি হতে পারে, দাবি মার্কিন আবহাওয়া গবেষণা সংস্থার। ঘূর্ণিঝড় তৈরি হলে থাইল্যান্ডের দেওয়া নাম হবে সিত্রাং। ভয়াবহ ক্ষতির আশঙ্কা থাকছে উপকূল লাগোয়া এলাকায় । যদিও এখনই কোন সতর্কবার্তা দিচ্ছেনা মৌসম ভবন। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঝড় আসতে পারে ১৭ তারিখের পর।
এই সাইক্লোন সুন্দরবন এলাকায় আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে । আমফানের থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুলবুল, আয়লার থেকেও বেশি গতিবেগ হবে এই ঝড়ের। তবে এর আগেও বহুবার মডেল অনুযায়ী , এইরম ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু যতক্ষন না এই সাইক্লোন কাছাকাছি আসছে, ততক্ষন সঠিক ভাবে বলা সম্ভব না যে এটা কতটা কার্যকরী হবে। তবে যদি এই ঝড় ২০০-২৫০ কি.মি বেগে আসে তাহলে অবশ্যই তা ধ্বংসকারী হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
অন্যদিকে দুর্গাঠাকুর জলে পড়েছে অনেক দিন , তাও এখনও ঠান্ডার সিকি ভাগও দেখা মেলেনি। এর উপর আবার দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়ার ইশারা । আবারও মেঘলা থাকবে কলকাতার আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রাজ্য জুড়ে, জানাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, ১৩ অক্টোবর দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন : নিশানায় সুদীপ: কেন বিজেপি নেতার বাড়িতে গিয়েছিলেন, প্রশ্ন তাপসের
উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কালিম্পং, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির পরিমান বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে পঞ্চভূতে বিলীন হলেন মুলায়ম সিং যাদব