ইউ এন লাইভ নিউজ: কলকাতার এরিয়ান ক্লাবের সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলি। আরজি কর কাণ্ডে উত্তাল বঙ্গ রাজনীতি। সেই ঢেউ আছড়ে পড়েছে ক্রীড়া মহলেও। একাধিক ক্রিকেটার নৃশংস ধর্ষণ- হত্যাকান্ড নিয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন। অন্যদিকে, বৃহত্তর প্রতিবাদের আশঙ্কায় ডুরান্ড ডার্বি বাতিল করা হয়। ডার্বি বন্ধ করেও অবশ্য সমর্থকদের ক্ষোভ প্রশমিত করা যায়নি। রাজপথ উত্তাল হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের যুগলবন্দিতে।
এমতাবস্থায় কিছুটা গোপনেই এরিয়ান ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দু-দিন আগেই এরিয়ান ক্লাবের কর্মসমিতির সভা হয়েছিল। সেখানেই সৌরভকে সভাপতি পদে বসানো হয়। ময়দানে জোর গুঞ্জন, ফের একবার সিএবির সভাপতি হতে চান মহারাজ। তাই এরিয়ান ক্লাবের হয়ে সিএবিতে এখন থেকে প্রতিনিধিত্ব করতে শুরু করলেন তিনি। এরিয়ান ক্লাবের কর্তা তপেন্দ্র নারায়ণ চৌধুরি কয়েক সপ্তাহ আগেই প্রয়াত হয়েছেন। তাঁর-ই জায়গায় সভাপতির চেয়ারে বসলেন কিংবদন্তি।
প্রসঙ্গত উল্লেখ্য, টালমাটাল পরিস্থিতিতে সোশ্যাল মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সৌরভ গাঙ্গুলি। আরজি কর কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছিলেন তিনি। তারপর শ্রীলেখা তাঁকে রাস্তায় নেমে তুলোধোনা করেন। স্বস্তিকা ফেসবুকে লিখে দেন, দাদাগিরিতে কোনওদিন যাবেন না। কয়েক সপ্তাহ আগেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবের তরফেই সম্মানিত হয়েছেন সৌরভ। এটিকে মোহনবাগানের অন্যতম অংশীদার ছিলেন মহাতারকা। পরে বোর্ড সভাপতি হওয়ার পর স্বার্থ-সংঘাতের ইস্যুতে পদ ছেড়ে দিতে বাধ্য হন। এর আগে বড়িশা স্পোর্টিং ক্লাবের সচিবের দায়িত্ব পালন করেছেন। এবার এরিয়ানে ফিরছেন সভাপতি হয়ে। যে ক্লাবের হয়ে ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল, সেই ক্লাবে ফিরলেন অন্যভাবে। জীবনের একটা বৃত্ত যেন সম্পন্ন হল।
Leave a Reply