Parkstreet Metro

Kolkata Metro: পার্কস্ট্রিটে আবার মেট্রো স্টেশন জানাল রেল কর্তৃপক্ষ

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: জোকা থেকে সোজা এসপ্ল্যানেড পর্যন্ত ছুটবে মেট্রো। খবরটা নতুন নয়। এই লাইনে প্রথম পর্যায়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত পরিষেবার উদ্বোধন হয়ে গিয়েছে। এখন বাকি অংশ কবে শেষ হবে সেটাই প্রশ্ন। এই নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। সূত্রের খবর, আগামী ৪ বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু হতে আরও বছর চারেক লাগবে।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারাতলার পর এবার মাঝেরহাট স্টেশনও খুব শিগগির শুরু হবে। মাঝেরহাট স্টেশনের কাজ জোরকদমে চলছে। সেইসঙ্গে মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবার কাজও দ্রুততার সঙ্গে শেষ করা হবে। সম্প্রতি ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরির ছবি সামনে এসেছিল। এই শাখায় পার্কস্ট্রিটেও একটি মেট্রো স্টেশন হবে। এমনিতেই মেট্রো রেলের উত্তর-দক্ষিণ শাখায় একটি স্টেশন রয়েছে পার্কস্ট্রিটে। তারই পাশে তৈরি হবে নতুন স্টেশন। ভিক্টোরিয়া থেকে পার্কস্ট্রিট স্টেশনের মধ্যে দূরত্ব ৮ মিটার।

কলকাতা মেট্রোর বেগুনি লাইনে চারটি আন্ডারগ্রাউন্ড স্টেশন হবে। তার মধ্যে একটি পার্কস্ট্রিট। এই স্টেশন চালু হলে অনেকেই এটাকে কানেক্টর হিসেবেও ব্যবহার করতে পারবেন। এছাড়াও এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তো আছেই। সহজেই দমদম থেকে পৌঁছে যাওয়া যাবে জোকা। আরভিএনএল ইতিমধ্যেই পার্কস্ট্রিট মেট্রো স্টেশন তৈরির কাজ শুরু করে দিয়েছে। পার্কস্ট্রিটের যে এলাকায় এই ভূগর্ভস্থ মেট্রো স্টেশন তৈরি হবে সেই জায়গা চিহ্নিত করা কাজ চলছে। চলছে ব্যারিকেড দেওয়ার কাজ। জানা গেছে, এই মেট্রো স্টেশন তৈরি করার জন্য প্রথমে ময়দান চত্বরের কয়েকটি ক্লাবের তাঁবু ভেঙে ফেলা হবে। পরে মেট্রো স্টেশন নির্মাণের কাজ শেষ হলে আবার তা নতুন করে তৈরি করে দেওয়া হবে।