নিউজ ডেস্ক: ধনকড় পর্ব ইতি। নতুন সমীকরণ রাজভবন-নবান্নের। দেশের ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে ফের সামনে এল মুখ্যমন্ত্রী রাজ্যপালের সৌহার্দ্যপূর্ণ ছবি। যা ধনখড় জমানায় প্রায় হারিয়েই গেছিল।
বৃহস্পতিবার রেড রোডের অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক গানের সঙ্গে তাল মিলিয়ে ঘাড় নাড়াতে দেখা গেল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। তাঁর মুখেও লেগে ছিল বিস্ময় এবং তৃপ্তির হাসি। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে গাড়িতে ওঠার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে নমস্কার জানান রাজ্যপাল বোস। প্রতিনমস্কার জানান মুখ্যমন্ত্রী নিজেও। এই দৃশ্য দেখে অনেকেই মনে করছেন রাজভবন নবান্ন তিক্ততা এখন অতীত।
রাজ্যপাল বোস শুরু থেকেই রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন। রাজ্যের উপাচার্যদের সঙ্গে বৈঠক করার ক্ষেত্রে শিক্ষা দফতরকে গুরুত্ব দিয়ে সেখানেই আগে চিঠি পাঠিয়েছেন বোস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও সার্চ কমিটির সুপারিশ করা তিন জনের সঙ্গে আলাদা করে কথা বলার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি।
অথচ জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন টুইটে অভিযোগ করেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের ২৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। তিনি অভিযোগ করেছিলেন, রাজ্যের শিক্ষাক্ষেত্রে ‘আইনের শাসন নয়, শাসকের আইন’ চলছে। এ ছাড়াও রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ-সহ বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করে নবান্নের বিরক্তির কারণ হয়ে ওঠেন। যদিও ধনখড়ের পথে হাঁটেননি নতুন রাজ্যপাল বোস।
Leave a Reply