বিধানসভায় আসন বণ্টন ! পার্থর আসন আপাতত খালি

নিউজ ডেস্ক: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বসছে বিধানসভায় স্বল্পকালীন অধিবেশন। তার আগে বিধানসভার অধিবেশন কক্ষে আসন বিন্যাস বদল করা হল। নতুন মন্ত্রী যারা হলেন তাঁদের বসার জন্য জায়গা করা হচ্ছে নির্ধারিত ট্রেজারি বেঞ্চে। আবার যারা সদ্য প্রাক্তন মন্ত্রী হলেন তাঁদের জন্য নতুন জায়গা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তবে সদ্য প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আসনে কে বসবেন তা নিয়ে গুঞ্জন চলছিলই।

মুখ্যমন্ত্রীর পাশের আসনেই এতদিন বসতেন প্রাক্তন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে বিধানসভা সুত্রের খবর হল, আপাতত শূন্যই থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনটি। মন্ত্রিসভায় সর্বশেষ রদবদলের পর বিধানসভায় বিধায়কদের বসার ব্যবস্থায় বদল আনা হয়েছে। বিধায়কদের বসার আসনে বদল আনা হলেও মুখ্যমন্ত্রীর পাশের আসনে কে বসবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন : জামাকাপড় খুলে জুতোপেটা করতে পারি: সৌগতকে হুঁশিয়ারি দিলীপের

আজ পর্যন্ত ওই আসনটি কারও জন্য বরাদ্দ করা হয়নি। পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পর তাঁর পরিষদীয় দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেছিল, পরিষদীয় মন্ত্রী হিসেবে ওই আসনটি শোভনদেব চট্টোপাধ্যায় পেতে পারেন। কিন্তু বিধানসভা সূত্রের খবর, কাউকেই আপাতত ওই আসনটি ছাড়া হচ্ছে না।

আরও পড়ুন : স্মৃতি উস্কে ফিরছে ক্যাম্পা কোলা, দীপাবলিতে কোক-পেপসিকে চ্যালেঞ্জ আম্বানির

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *