Weather Report

Weather Report: দুর্যোগের ছায়া এখনও সম্পূর্ণভাবে কাটেনি বাংলার ওপর থেকে, স্পষ্ট বার্তা আলিপুরের

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বৃহস্পতিবারের মতো শুক্রবারও কলকাতা সহ দুই বঙ্গে দুর্যোগের ঘনঘাটা চলবে। সকাল থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। শুক্রবার সেটি দক্ষিণ ঝাড়খন্ডে অবস্থান করছে। আগামী দুদিনে এই নিম্নচাপ ঝাড়খন্ড ক্রস করে বিহার অভিমুখে এগিয়ে যাবে। তার প্রত্যক্ষ প্রভাবেই বঙ্গে দুর্যোগের ঘনঘাটা বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবারের মতো শুক্রবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই দুর্যোগ চলার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাতে হবে বীরভূম, মুর্শিদাবাদ এবং উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। শনিবার পর্যন্ত এই ধারা বজায় থাকার সম্ভবনা প্রবল। যে কারণে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। শনিবারে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।

কলকাতায় সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভবনা। তবে শনিবার থেকে কলকাতায় বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভবনা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৩ থেকে ৯৬ শতাংশ।