ইউ এন লাইভ নিউজ: গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ধস নেমেছে। সেতু ভেঙে পড়েছে। বহু ছোট ও বড় গাড়ি আটকে পড়েছে। বৃষ্টির পরিমাণ যত বাড়ছে,ততই ফুঁসছে তিস্তা। এই পরিস্থিতি থেকে যে এখনই নিস্তার পাওয়া যাবে না, সেই বিষয়ে স্পষ্ট করে দিয়েছে আবহাওয়া অফিস। ফলে পর্যটকদের নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের।
এহেন অবস্থায় হাজার হাজার পর্যটক আটকে রয়েছেন। পরিস্থিতি অনুকূলে আনতে ভারতীয় বায়ুসেনার সাহায্য চাইল সিকিম সরকার। যাতে উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়। যাত্রীরা যাতে নিরাপদ জায়গায় পৌঁছতে পারে, তার জন্য সবরকমের চেষ্টা করছে সিকিম প্রশাসন। হেলিকপ্টারে করে যাতে তাঁদের নিয়ে যাওয়া হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফে। ধসের জন্য যে বিপুল ক্ষতি হয়েছে, তা পূরণ করার সব ব্যবস্থা হচ্ছে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে। বন্ধ হয়ে যাওয়া রুট খুলে দেওয়ার চেষ্টাও করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এখনও উত্তর সিকিমের অবস্থা অপরিবর্তিত। আজ শনিবার ফের কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আটকে থাকা পর্যটকদের যে যেখানে আছেন, সেখানেই থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সিকিম সরকারের তরফে। ঝুঁকি নিয়ে নিচে না নামার পরামর্শও দেওয়া হয়েছে। পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রয়েছে এলাকাগুলিতে। সূত্রের খবর অনুযায়ী, ১২০০ পর্যটক ছাড়াও বেশ কয়েকজন বিদেশি পর্যটকও আটকে আছেন লাচুন, লাচেনে।
Leave a Reply