ইউ এন লাইভ নিউজ ডেস্ক: রাজ্যের শিক্ষা দফতরের গাফিলতি নিয়ে এর আগে একাধিক বার কথা বলতে শোনা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবার এক মামলার শুনানিতে রাজ্যের শিক্ষা দফতরের বিরুদ্ধে ৫,০০০ টাকার জরিমানা করল কলকাতা হাইকোর্ট।
মামলার সূত্রপাত ২০১৬ সালে। ২০১২ সালের প্রাথমিক নিয়োগে স্বজন পোষণের অভিযোগ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। বিষয়টিতে নজরপাত করতে বলা হয়েছিল শিক্ষা দফতরকে। কিন্তু শিক্ষা দফতরের এই প্রসঙ্গে তেমন কার্যকর ভূমিকা দেখা যায়নি। তাই আবারও বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে কলকাতা হাইকোর্টের। নতুন করে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
এই বিষয়ে মামলাকারীর আইনজীবীর অভিযোগ যাদের বেআইনি ভাবে চাকরি হয়েছে তাদের চাকরি বাতিল করা হোক। এছাড়াও এই মামলায় এবার রাজ্যের শিক্ষা দফতরের কাছ থেকে জরিমানা করা হল ৫০০০ টাকা।