ইউ এন লাইভ নিউজ ডেস্ক: এতদিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে অনুদান দিত রাজ্য। সেখান থেকেই অধ্যাপক থেকে শুরু করে বাকি কর্মীদের বেতন দিত বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু বুধবার নবান্ন সাফ জানিয়ে দিল, এবার থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপক সহ অন্যান্য কর্মীদের সরাসরি বেতন দেবে রাজ্য সরকার নিজেই। সরকারি কোষাগার থেকে সেই টাকা দেওয়া হবে, বুধবারের বৈঠকের পর সাফ জানিয়ে দিল নবান্ন।
বুধবারই রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছিল নবান্নের অর্থ দফতর। দুপুর ১২.৩০ থেকে শুরু হওয়া সেই বৈঠকে হাজির ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মালদহ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসাররা। তখন থেকেই বৈঠকের বিষয়বস্তু নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
বুধবারই রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছিল নবান্নের অর্থ দফতর। দুপুর ১২.৩০ থেকে শুরু হওয়া সেই বৈঠকে হাজির ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মালদহ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসাররা। উল্লেখযোগ্যভাবে এই বিশ্ববিদ্যালয়গুলির বেশিরভাগেরই উপাচার্যদের নিয়োগপত্র দিয়েছিলেন রাজ্যপাল। স্বভাবতই বৈঠকের বিষয়বস্তু নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
Leave a Reply