Mamata Banerjee

West Bengal Transportation System: সরকারি বাস-ট্রাম-লঞ্চে ‘স্মার্ট কার্ড’ ব্যবহারের সুবিধা করল রাজ্য পরিবহন ব্যবস্থা

ইউ এন লাইভ নিউজ: রাজ্যে পরিবহন ব্যবস্থা উন্নতি করার কথা প্রতি পদক্ষেপে ভেবেছে রাজ্য সরকার। র সেই উন্নতির পথে আরও এক পদক্ষেপ নিল রাজ্য সরকার। পরিবহন ব্যবস্থাকে স্মার্ট করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। খুব তাড়াতাড়িই শুরু হতে চলেছে সারা রাজ্য জুড়ে স্মার্ট কার্ড পরিষেবা। সরকারি বাস ট্রাম ও লঞ্চে ব্যবহার করা যাবে এই স্মার্ট কার্ড। এই কার্ড ব্যবহার করেই, যে কোনো যাত্রী এই পরিষেবা উপভোগ করতে পারবে।

স্মার্ট কার্ড ব্যবহার করার আগে জানা প্রয়োজন এই স্মার্ট কার্ডটি কি? সূত্রের খবর, রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে এই উদ্যোগে বেসরকারি পরিবহণ এবং মেট্রোকেও যুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু, বেশিরভাগ বাস মালিকরা পিছিয়ে যান। স্মার্ট কার্ডে যে টিকিট কাটা হবে, তার টাকা কী ভাবে পাওয়া যাবে? তা সময় সাপেক্ষ হবে কিনা? এই সমস্ত প্রশ্ন তুলে পিছিয়ে আসেন বাস মালিকরা। বিষয়টি নিয়ে এগোতে চাইনি মেট্রোও। এরপর যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগের বাস্তবায়ণের জন্য উদ্যোগী হয় রাজ্য সরকার। এরপরেই এনবিএসটিসি, এসবিএসটিসি এবং ডব্লিইবিটিসি তিন সরকারি পরিবহণ নিগমের ক্ষেত্রে এই স্মার্ট কার্ড পরিষেবা চালু নেওয়ার উদ্যোগ নেয়। এর ফলে খুচরোর সমস্যা মিটবে। বাস, ট্রাম, ফেরি সমস্ত ক্ষেত্রেই যাত্রীরা এই কার্ড ব্যবহার করতে পারবেন। কলকাতায় তা প্রাথমিকভাবে চালু হলেও এবার রাজ্যজুড়ে এই পরিষেবা চালু করার জন্য উদ্যোগী প্রশাসন।

About Rhitwika Chowdhury

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *